শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

সৌভিক বেজ

প্রকাশিত: মে ১৭, ২০২২, ০৭:৩৩ এএম | আপডেট: মে ১৭, ২০২২, ০১:৩৩ পিএম

একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর
একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

প্রতিদিন কমবেশি বাড়ছে সোনার দাম (Gold Price) ও রুপোর দাম (Silver Price), সেই তালে পিছিয়ে নেই জ্বালানির মূল্যও। বেশ কয়েকমাস প্রায় স্থির থাকার পর গত আট দিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানির দামেও। ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পেট্রোলের দাম (Petrol Price) ও ডিজেলের দাম (Diesel Price)। সাথে রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দামও আকাশছোঁয়া। তিলোত্তমা নগরীতে আজ সোনার দাম (Gold Price), রুপোর দাম (Silver Price), পেট্রোলের দাম (Petrol Price) ডিজেলের দাম (Diesel Price) ও  রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দাম কত স্থির হয়েছে দেখে নেওয়া যাক একনজরে-

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৬২৫ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৭০০০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৬২৫০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৬২৫০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৫০৪৫ টাকা, ৮ গ্রামের দাম ৪০৩৬০ টাকা, ১০ গ্রামের দাম ৫০৪৫০ টাকা, ১০০ গ্রামের দাম ৫০৪৫০০ ।

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৫৯.৪০ টাকা। প্রতি ৮ গ্রাম ৪৭৫.২০ টাকা। প্রতি ১০ গ্রাম ৫৯৪ টাকা । প্রতি ১০০ গ্রামে ৫৯৪০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৫৯৪০০ টাকা হয়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১১৫.১২ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৯.৮৩ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ১০২৬ টাকা