বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আজ কি দাম কমেছে না বেড়েছে? জানুন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

সৌভিক বেজ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৭:৫৮ এএম | আপডেট: মার্চ ২৭, ২০২২, ০১:৫৮ পিএম

আজ কি দাম কমেছে না বেড়েছে? জানুন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর
আজ কি দাম কমেছে না বেড়েছে? জানুন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

প্রতিদিন কমবেশি বাড়ছে সোনার দাম (Gold Price) ও রুপোর দাম (Silver Price), সেই তালে পিছিয়ে নেই জ্বালানির মূল্যও। বেশ কয়েকমাস প্রায় স্থির থাকার পর অবশেষে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে জ্বালানির দামেও। ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পেট্রোলের দাম (Petrol Price) ও ডিজেলের দাম (Diesel Price)। সাথে রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দামও আকাশছোঁয়া। তিলোত্তমা নগরীতে আজ সোনার দাম (Gold Price), রুপোর দাম (Silver Price), পেট্রোলের দাম (Petrol Price) ডিজেলের দাম (Diesel Price) ও  রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দাম কত স্থির হয়েছে দেখে নেওয়া যাক একনজরে-

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৮২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৮৫৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৮২০০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৮২০০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৫২৫৯ টাকা, ৮ গ্রামের দাম ৪২০৭২ টাকা, ১০ গ্রামের দাম ৫২৫৯০ টাকা, ১০০ গ্রামের দাম ৫২৫৯০০ ।

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬৮.৯০ টাকা। প্রতি ৮ গ্রাম ৫৫১.২০ টাকা। প্রতি ১০ গ্রাম ৬৮৯ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬৮৯০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৮৯০০ টাকা হয়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮.০১ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.০১ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ৯৭৯ টাকা।