বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৮:০৫ এএম | আপডেট: আগস্ট ২৮, ২০২২, ০২:০৫ পিএম

একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর
একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজার দর

প্রতিদিন কমবেশি বাড়ছে সোনার দাম (Gold Price) ও রুপোর দাম (Silver Price), সেই তালে পিছিয়ে নেই জ্বালানির মূল্যও। বেশ কয়েকমাস প্রায় স্থির থাকার পর গত আট দিন ধরে ক্রমাগত পরিবর্তন হচ্ছে জ্বালানির দামেও। ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পেট্রোলের দাম (Petrol Price) ও ডিজেলের দাম (Diesel Price)। সাথে রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দামও আকাশছোঁয়া। তিলোত্তমা নগরীতে আজ সোনার দাম (Gold Price), রুপোর দাম (Silver Price), পেট্রোলের দাম (Petrol Price) ডিজেলের দাম (Diesel Price) ও  রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Gas Price) দাম কত স্থির হয়েছে দেখে নেওয়া যাক একনজরে-

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৭৩০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৭৮৪০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৭৩০০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৭৩০০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৫১৬০ টাকা, ৮ গ্রামের দাম ৪১২৮০ টাকা, ১০ গ্রামের দাম ৫১৬০০ টাকা, ১০০ গ্রামের দাম ৫১৬০০০ ।

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৫৪.৮০ টাকা। প্রতি ৮ গ্রাম ৪৩৮.৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ৫৪৮ টাকা । প্রতি ১০০ গ্রামে ৫৪৮০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৫৪৮০০ টাকা হয়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ১০৭৯ টাকা।