বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আধার সম্পর্কিত নানা তথ্য নিয়ে প্রতিদিনই কোনও না কোনও নির্দেশিকা দিতেই থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া বা UIDAI। আর এই নির্দেশিকা পালন করা খুবই জরুরি হয়ে নাগরিকদের জন্য। তেমনই এবারও নয়া নির্দেশিকা নিয়ে হাজির হল আধার কর্তৃপক্ষ।
এতদিন পর্যন্ত অনলাইনেও আধার তথ্য আপডেটেশনের কাজ সারতে পকেটের টাকা দিতে হত নাগরিকদের। কিন্তু এবার তা ফ্রি করে দিল UIDAI কর্তৃপক্ষ। তবে, সেই ফ্রি পরিষেবা মিলবে সাময়িকভাবে কিছুদিনের জন্যই। তারপরে আধার তথ্য আপডেটেশনের জন্য ফের ব্যবহারকারীদের পকেট থেকেই খসবে টাকা।
সেজন্য এই জুন মাস পর্যন্তই সেই সময়সীমা বেঁধে দিয়েছে আধার কর্তৃপক্ষ। আগামী ১৪ জুন পর্যন্ত আধার পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট বা অন্য কোনও পরিবর্তনের জন্য ৫০ টাকা দিতে হবে না নাগরিকদের। সেই ফ্রি পরিষেবা আরও তিন মাস চলবে বলেই জানানো হয়েছে আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি ভুল থাকে, সেক্ষেত্রে সেই ভুল সংশোধনের জন্য আপনার কাছে সময় রয়েছে ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত। আধার কর্তৃপক্ষের তরফে সরকারি বিবৃতি দিয়ে তেমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ২০১৬ সালের আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন নিয়ম অনুযায়ী, আধার কার্ড এনরোলমেন্টের পর থেকে ১০ বছর যাদের একবারও আধার কার্ড আপডেট হয়নি, তাঁদের অবিলম্বে আধার আপডেটেশনের কাজ সারতেই হবে। তার জন্য কোনও একটি আইডেন্টিটি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট জমা করতে হবে UIDAI কর্তৃপক্ষের কাছে। যাতে পরিচয় প্রমাণের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়।
আধার পোর্টালের মাধ্যমে এতদিন সেই কাজ সারতে খরচ হত ৫০ টাকা করে। আধার কেন্দ্রে গিয়ে ওই কাজ করার জন্য জমা করতে হত একই পরিমাণ টাকা। তবে, জুন মাস পর্যন্ত অনলাইন পোর্টালে গিয়ে সেই কাজ সারার ক্ষেত্রে ওই টাকা খরচ হবে না আধার কার্ড হোল্ডারদের। UIDAI সূত্রের খবর, পোর্টাল থেকে আধার আপডেটেশনের জন্য এবার নাগরিকদের জমা করতে হবে ২৫ টাকা করে। ডেমোগ্রাফিক ডিটেইলস অর্থাৎ নাম, জন্মতারিখ, ঠিকানা এসব আপডেটেশনের ক্ষেত্রেও দিতে হবে ওই ফি।
কেউ কেউ মনে করছেন, আধার আপডেটেশনের কাজে গতি আনতেই ফি ওঠানোর পরিকল্পনা কষেছেন আধার কর্তৃপক্ষ। যেসব নাগরিক এখনও আধার আপডেটেশনের বিষয়টিতে গুরুত্ব দেননি, সরকারের এই সিদ্ধান্তের পরে তারা অচিরেই এই কাজ সেরে ফেলবে বলেই আশাবাদী আধার কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আধার কার্ডের মাধ্যমেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সমস্ত প্রকল্পের অ্যাকসেস পান নাগরিকেরা। আধার কার্ডের তথ্য আপডেটেশনের কাজ সময় মতো না হলে সেই সব সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখে পড়বেন তাঁরা। এমনকী ব্যাঙ্ক, এনবিএফসি-র মতো পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ড জরুরি। আর আপডেটেশন না হলে, সেই আধার কার্ডের দাম থাকবে না বলেও সতর্ক করেছে আধার কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :