বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বড় খবর! উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল হাইকোর্ট

০৫:১০ পিএম, জুলাই ৯, ২০২১

বড় খবর! উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল হাইকোর্ট

অবশেষে কাটল জট৷ উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট৷ ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা অনেকাংশেই কাটল। স্বস্তিতে রাজ্যও। ৫ বছরের বেশি সময় ধরে আইনি জটিলতায় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশও দেওয়া হয়েছিল। তবে এবার সুখবর! সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল হাইকোর্ট।

২১ জুন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করে দেয় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই তালিকায় অস্বচ্ছতা ও বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন বেশ কয়েকজন কর্মপ্রার্থী। সেই মামলার প্রেক্ষিতেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল আদালত৷ সেই আদেশ প্রত্যাহার করার পরই যাঁরা অস্বচ্ছতা বা অনিয়মের অভিযোগ করেছেন, তাঁদের অভিযোগ কমিশনকে শুনতে হবে বলেও নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

উল্লেখ্য, আদালতের নির্দেশে গতকাল শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। একইসঙ্গে যাঁদের নাম ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের নামও প্রকাশিত হয়েছে৷ তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট বলে জানিয়েছে আদালত। তবে তালিকা প্রকাশের পরেও কোনও অভিযোগ থাকলে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। বিচারপতি নির্দেশে জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা ২ সপ্তাহের মধ্যে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারবেন ৷ সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক। এরপর আবেদনকারীকে ডেকে শুনানি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। অভিযোগের ১০ সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি করতে হবে বলেও কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত৷

অন্যদিকে, যেহেতু আইনি জটিলতায় এতদিন আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া, তাই ২০১৬ সালে যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাঁদের আরও একবার যাতে সুযোগ দেওয়া যায়, কমিশনকে সেই সুপারিশও করেছে আদালত৷ ২০১৬ থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের ৫ বছর ছাড়ের পরামর্শ দিয়েছে আদালত। তবে অযোগ্য প্রার্থীরা কমিশনের কাছে অভিযোগ করলে, জরিমানা হতে পারে বলেও জানিয়েছে হাইকোর্ট।

এদিকে, সদ্য প্রকাশিত তালিকা ঘিরেও চাকরি প্রার্থীদের অসন্তোষ জারি। তাঁদের দাবী, যোগ্যতার তথ্য প্রমাণ আপলোড করা হলেও অনেকের ক্ষেত্রে তা দেখানোই হয়নি। অ্যাকাডেমিক স্কোরেও অনেক গরমিল। তাই যতদিন না অভিযোগের নিস্পত্তি হচ্ছে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখারই পক্ষে তাঁরা। তবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, অভিযোগ হাতে পেলে হাইকোর্টের নির্দেশ মতোই যাবতীয় পদক্ষেপ নেবে কমিশন।