বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনার টিকা নেওয়ার পরই বরফের মধ্যে ভাংরা নাচে সোশ্যাল মিডিয়া মাতালেন কানাডাবাসী শিখ! দেখুন ভাইরাল ভিডিও

০৭:৩২ পিএম, মার্চ ৪, ২০২১

করোনার টিকা নেওয়ার পরই বরফের মধ্যে ভাংরা নাচে সোশ্যাল মিডিয়া মাতালেন কানাডাবাসী শিখ! দেখুন ভাইরাল ভিডিও

করোনা টিকা নেওয়ার পরই তুমুল ভাংরা নেচে তা উদযাপন করলেন কানাডাবাসী জনৈক শিখ ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। কানাডিয়ান শিখ এবং নৃত্য প্রশিক্ষক গুরদীপ পান্ধার কিছুদিন আগেই কোভিড -১৯ ভ্যাকসিনটি নিয়েছিলেন। তারপরই কানাডার এক বরফে জমে যাওয়া হিমশীতল লেকে গিয়ে মনের খুশিতে ভাংরা নাচেন তিনি। নাচের ভিডিওটি রেকর্ডও করে রাখেন। সেই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়...

কানাডার ইউকন শহরের একটি ক্লিনিক থেকে করোনার টিকাকরণ হয় গুরদীপের। এটি কানাডার প্রথম রাজধানী যেখানে, ১৮ বা তার বেশি বয়সীদের কোভিড -১৯ টিকাকরণের জন্য ক্লিনিক খোলা হয়েছে। টিকাকরণে পরই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন গুরদীপ। এবং তা উদযাপন করতেই হিমশীতল লেকটিতে গিয়ে হাজির হন।

ভাইরাল এই ভিডিওটি গুরদীপ নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি একটি অনুপ্রেরণামূলক বার্তাও লেখেন তিনি- "গতকাল সন্ধ্যায় আমি কোভিড -১৯ ভ্যাকসিনটি পেয়েছি। তারপর আমি হিমশীতল লেকে গিয়েছিলাম আনন্দ, আশা এবং ইতিবাচকতার প্রকাশ ঘটাতে। লেকের ওপর ভাংরা নাচার জন্য গিয়েছিলাম সেখানে। যা আমি কানাডা এবং তার বাইরের প্রত্যেকের স্বাস্থ্য এবং সুস্থতার ছড়িয়ে দিতে চলেছি।"

দেখুন ভাইরাল ভিডিওটিঃ

[embed]https://twitter.com/GurdeepPandher/status/1366761098779766784?s=20[/embed]

গুরুদীপের খুশির নাচের এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। দু দিনে প্রায় এক লাখের বেশি লাইক সহ ২ মিলিয়নের বেশি ভিউও কামিয়ে নিয়েছে সেটি। গুরদীপে আনন্দময় চেতনা এবং উৎসাহের জন্য তাঁর প্রশংসা করতেও কমতি রাখেননি নেটজগতের বাসিন্দারা। এমনকি টিকাকরণের পর তাঁরাও এভাবেই উদযাপন করতে চান, এমন ইচ্ছেও প্রকাশ করেছেন কেউ কেউ।

দেখুন কমেন্টগুলিঃ

[embed]https://twitter.com/LovenTreasure/status/1366942711534682112?s=20[/embed] [embed]https://twitter.com/Finellach1/status/1366782457454985218?s=20[/embed] [embed]https://twitter.com/RockyMountViews/status/1366935616147968009?s=20[/embed]