শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

'দাদা সাহেব ফালকে'র আদলে 'সত্যজিৎ রায় পুরস্কার'! আসন্ন নির্বাচনের আগেই বড় ঘোষণা কেন্দ্রের

০৬:১২ পিএম, ফেব্রুয়ারি ২৩, ২০২১

'দাদা সাহেব ফালকে'র আদলে 'সত্যজিৎ রায় পুরস্কার'! আসন্ন নির্বাচনের আগেই বড় ঘোষণা কেন্দ্রের
এবার দাদা সাহেব ফালকের আদলে আসতে চলেছে সত্যজিৎ রায় পুরস্কার। সম্প্রতি এমন ঘোষণাই করল কেন্দ্রীয় সরকার। ভারতীয় চলচ্চিত্রে জাতীয় ক্ষেত্রে সেরা সম্মান হিসাবে এতদিন দাদাসাহেব ফালকে-র পুরস্কারই বিশেষ পরিচিত ছিল৷ এবার কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের নামেও বার্ষিক জাতীয় পুরস্কার চালু করল কেন্দ্র। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা বাঙালির আবেগকে আরও বাড়িয়ে তোলার জন্যই কি না, তা নিয়ে বেশ বিতর্কও দেখা দিয়েছে। গত সোমবার কলকাতায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NFDC) অনুষ্ঠানের বৈঠকে নতুন পুরস্কারের ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাওড়েকর। শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এনএফডিসির এই অনুষ্ঠান। সেখানে সারা টলিউডকেই প্রায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে টলিপাড়ার প্রথম সারির শিল্পী-কলাকুশলীদেরও দেখা মিলেছিল এই অনুষ্ঠানে। যদিও টলি তারকাদের উপস্থিতি নিয়ে বাবুল সুপ্রিয় মন্তব্য করেন, "রাজনীতির যোগ নেই। এটা সরকারি অনুষ্ঠান। আগামী দিনে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে কী কী প্রয়োজন, সে সব নিয়েই বৈঠকে আলোচনা হবে।" অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীতশিল্পী রাশিদ খান, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা মমতা শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানে, পরিচালক অনীক দত্ত, অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের আগমনে চাঁদের হাট বসেছিল অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিশির বাজোরিয়া, সব্যসাচী দত্ত এবং শঙ্কুদেব পণ্ডা। সম্প্রতি বিজেপিতে যোগদান করা রুদ্রনীল ঘোষ, যশ, হিরণ-সহ বিভিন্ন তারকাও হাজির ছিলেন সেখানে। পরিচালক অরিন্দম শীল এদিন জানিয়েছেন, ইন্ডাস্ট্রির উন্নতির বিষয়ে আলোচনা করা হয়েছে। হিরণের জানিয়েছেন, নন্দনের মতো প্রেক্ষাগৃহ যাতে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে।