বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মাদক পাচার নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

০৯:০২ এএম, ফেব্রুয়ারি ২০, ২০২১

মাদক পাচার নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের
'মাদক পাচার করতে মহিলাদের ব্যবহার করছে' বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নেত্রীর মাদক পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার প্রসঙ্গে এই কথা বলেন তিনি। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, 'আগেও বিজেপি কর্মীদের অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকতে দেখা গিয়েছে। এই কাজ করার জন্য মহিলাদের নিয়োগ করেছে বিজেপি'। অন্যদিকে ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন,"যারা সমাজের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তারাই বিজেপি করে"। উল্লেখ্য,শুক্রবার মাদক সরবরাহের অভিযোগে এক সঙ্গী সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। নিউ আলিপুরে রাস্তা থেকেই গ্রেফতার করা হয়। জানা গেছে, বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী কয়েক লক্ষ টাকার কোকেন সহ গ্রেফতার হয়েছে।