বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দাবি অনুযায়ী, বিজেপির ঘরছাড়া কর্মীদের নাম-ঠিকানা দেওয়ার কথা তথাগতকে স্মরণ করালেন চন্দ্রিমা

০৯:৩১ এএম, জুন ১১, ২০২১

দাবি অনুযায়ী, বিজেপির ঘরছাড়া কর্মীদের নাম-ঠিকানা দেওয়ার কথা তথাগতকে স্মরণ করালেন চন্দ্রিমা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে কিছুদিন আগেই তথাগত এবং চন্দ্রিমার মধ্যে টুইটে কথোপকথন হয়। বিজেপি নেতা তথাগত রায় টুইট করে জানিয়েছিলেন, দলের কর্মীরা ঘরছাড়া। তার পাশাপাশি এই ঘটনায় তিনি দলের রাজ্যের শীর্ষ নেতাদের নিশানা করে ফের একের পর এক টুইট করেন। সেই ঘটনার পর, ফের একবার তথাগত এবং চন্দ্রিমার মধ্যে টুইট লড়াই হল একই বিষয়কে কেন্দ্র করে।

বাংলায় নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা কান্নাকাটি করছেন। এদিকে দলের তিনজন প্রথম সারির বিজেপি নেতার দেখা নেই। আরেকজন ফোন ধরছেন না। এইভাবেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, কিছুদিন আগে টুইট করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। সেই টুইটের জবাব দিয়ে, রাজ্যের শাসকশিবিরের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রিমা জানিয়েছিলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলকে ঘরে ফেরাতে আগ্রহী শাসকদল। শুধু তাই নয়, যে ঘটনার কথা তথাগতবাবু উল্লেখ করছেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিপরীতে সৌজন্য দেখিয়ে, মন্ত্রীকে ধন্যবাদ জানান বিজেপি নেতাও। সেইভাবেই টুইটারে দু-পক্ষের মধ্যে চলে শান্তিপূর্ণ সৌজন্য বিনিময়ও।

বৃহস্পতিবার সেই টুইটের কথা ফের একবার বিজেপি নেতাকে স্মরণ করিয়ে দিলেন রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নেতা তথাগত রায় টুইট করে বলেন যে, ‘বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে চেয়েছিলেন চন্দ্রিমা। আমি তাঁর কাছে ইমেল বা হোয়াটসঅ্যাপ চেয়েছি।’

https://twitter.com/tathagata2/status/1402833680335208457

এবার বিগত টুইটের কথা মনে করিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্য ফের একবার টুইট করে জবাবে বললেন যে, ‘গত ৭ জুন আমি আপনাকে অনুরোধ করেছিলাম বিস্তারিত তথ্য দিন। আপনার সঙ্গে ই-মেল আইডি-ও শেয়ার করতে পারি। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে আপনার কাছ থেকে উত্তরের প্রত্যাশায় ছিলাম। তবে কোনও জবাব পেলাম। আপনাকে বার্তাও পাঠাতে পারছি না। কারণ আপনি সেই ব্যবস্থা বন্ধ করে রেখেছেন। দয়া করে নিজের দাবি অনুযায়ী পদক্ষেপ করুন।’

https://twitter.com/Chandrimaaitc/status/1403012233072832522

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই দলের শীর্ষ নেতাদের নিশানা করে, একের পর এক আক্রমণ করে চলেছেন বিজেপি নেতা তথাগত রায়। কিছুদিন আগে নামের আদ্যাক্ষর দিয়ে নিশানা করেছিলেন দলের চার নেতাকে।

এর জেরে বিজেপি কর্মীদের ঘরছাড়ার অভিযোগে আরও একবার তাঁর আক্রমণের সামনে পড়েন ‘কেএসএডি’। অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন ও দিলীপ ঘোষ। বিজেপি নেতা টুইটে দাবি করেছিলেন যে, ‘কাঁদতে কাঁদতে এসেছিলেন একজন কাছের মানুষ। জানালেন, কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বড় অঙ্কের টাকা দিলে, ঘরে ফিরতে পারেন তাঁরা। আমি অসহায়। কেএসএ পালিয়েছে। ডি কল তুলছে না!’

https://twitter.com/tathagata2/status/1400056333668274178

তথাগতের এই টুইট পাওয়ার পরই, সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি লেখেন, ‘স্যর আপনাকে অনুরোধ করছি, আপনি বিস্তারিত তথ্য দিন। যে দলেরই হোক না কেন, আমরা যেন সকলকে তাড়াতাড়ি সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছতে পারি। এই ধরনের কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছি।’

https://twitter.com/Chandrimaaitc/status/1400492310270341121

সেই ঘটনার পর বৃহস্পতিবার ফের সেই টুইটের কথা স্মরণ করিয়ে, বিজেপি নেতা তথাগত রায়ের দাবির স্বপক্ষে বিস্তারিত তথ্য চাইলেন চন্দ্রিমা ভট্টাচার্য।