শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! নতুন নিয়ম কী? জানুন বিস্তারিত

০৩:১৫ পিএম, আগস্ট ৩১, ২০২১

রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! নতুন নিয়ম কী? জানুন বিস্তারিত

দেশের সাধারণ নাগরিকের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই রেশন ব্যবস্থার সূচনা। আর রেশনের খাদ্য সামগ্রী ন্যূনতম মূল্যে বা বিনামূল্যে সংগ্রহ করার জন্য প্রয়োজন রেশন কার্ডের। তাই প্রতিটি মানুষের কাছে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। সম্প্রতি সেই রেশন কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়মেরই বদল ঘটালো দিল্লি সরকার৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার রেশন নিতে দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে বসেই ফ্রি রেশনের সুবিধা পেতে পারবেন গ্রাহকেরা।

দিল্লি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যেসব ব্যক্তিরা ফ্রি রেশনের সুবিধা পান, তাঁরা যদি দোকানে গিয়ে রেশন নিতে না পারেন, তাহলে অন্য কোনও ব্যক্তি রেশনের দোকানে গিয়ে রেশন তুলতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে যিনি যেতে পারছেন না তাঁর জায়গায় দ্বিতীয় কোনও ব্যক্তিকে নমিনেট করতে হবে। এবং তাঁকেই পাঠাতে পারবেন৷ যাঁদের বয়স ৬৫ বছরের বেশি বা ১৬ বছরের কম কেবলমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। এছাড়াও বিকলাঙ্গ ব্যক্তিদেরও এই সুবিধার সুযোগ দেওয়া হবে।

[caption id="attachment_29314" align="alignnone" width="1280"]রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! নতুন নিয়ম কী? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! নতুন নিয়ম কী? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি [/caption]

বর্তমান নিয়ম অনুযায়ী, রেশন নিতে গেলে কার্ড হোল্ডারদের বায়োমেট্রিকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তবেই তাঁরা রেশন পান। সেই কারনে কোনও নির্দিষ্ট ব্যক্তির কার্ডে অন্য কারোর পক্ষে রেশন তোলা সম্ভব নয়৷ তবে নতুন নিয়ম মতে, নিজের পরিবর্তে অন্য ব্যক্তিকে দোকানে পাঠিয়ে রেশন তোলা যাবে। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন নিয়মে পরিবর্তন করা হল? দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, অনেক সময় শারীরিক অসুস্থতা বা বয়স জনিত অন্য কোনও সমস্যার জেরে কোনও ব্যক্তি রেশন নিতে যেতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের জায়গায় অন্য কোনও ব্যক্তিকে নমিনেট করে তাঁকে রেশন নিতে পাঠানো যাবে৷

নতুন নিয়ম অনুযায়ী কীভাবে আপনার পরিবর্তে অন্য কাউকে নমিনেট করতে পারবেন? আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক নিম্নলিখিত পদ্ধতিতে-

১. গ্রাহক নিজের বদলে অন্য কোনও ব্যক্তিকে নমিনেট করতে চাইলে প্রথমে তাঁকে একটি নমিনেশন ফর্ম ফিলআপ করতে হবে। সেই ফর্মে কাকে নমিনি বানাতে চান নির্দিষ্ট করে লিখতে হবে। ২. এই ফর্মের সঙ্গে রেশন কার্ড ও আধার কার্ড জমা দিতে হবে। ৩. এছাড়াও ফর্মের সঙ্গে নমিনির ডকুমেন্টসও জমা দিতে হবে। ৪. এরপর যে ব্যক্তিকে নমিনি বানানো হয়েছে, তিনি কার্ড হোল্ডারের পরিবর্তে নিজে গিয়ে রেশন নিয়ে আসতে পারবেন।