শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আবারও কি বাড়ল দাম? এই শহরগুলিতে মিলছে ১০০ টাকার কমে পেট্রোল-ডিজেল, দেখে নিন একনজরে

০৮:০১ পিএম, নভেম্বর ১৩, ২০২১

আবারও কি বাড়ল দাম? এই শহরগুলিতে মিলছে ১০০ টাকার কমে পেট্রোল-ডিজেল, দেখে নিন একনজরে

দীপাবলির আগের সন্ধ্যতেই দেশবাসীকে দিওয়ালি উপহার দিয়েছে মোদি সরকার। পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ ফলে কমল পেট্রোল ও ডিজেলের দাম। সরকারের ঘোষণা অনুযায়ী, দেশ জুড়ে প্রতি লিটার পেট্রোলে শুল্ক কমেছে ৫ টাকা। ডিজেলের শুল্ক কমেছে লিটার প্রতি ১০ টাকা। শনিবারই তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হল। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর পর থেকেই তেলের দাম স্থির রয়েছে ৷ এদিন তেলের সেই দামই অপরিবর্তিত রাখা হয়েছে ৷

কেন্দ্রের দেখানো পথেই হেঁটে বেশ কিছু রাজ্যও তেলের উপর শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে। এর জেরে সেই রাজ্যগুলিকে ১০০ টাকারও নীচে নেমে গিয়েছে জ্বালানির দাম। বর্তমানে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকার কম। ফলে কিছুটা হলেও স্বস্তি পেলেন আমজনতা।

[caption id="attachment_39770" align="alignnone" width="1280"]আবারও কি বাড়ল দাম? এই শহরগুলিতে মিলছে ১০০ টাকার কমে পেট্রোল-ডিজেল, দেখে নিন একনজরে / প্রতীকী ছবি আবারও কি বাড়ল দাম? এই শহরগুলিতে মিলছে ১০০ টাকার কমে পেট্রোল-ডিজেল, দেখে নিন একনজরে / প্রতীকী ছবি [/caption]

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল-ডিজেল-

লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা

এগুলি ছাড়া যে শহরগুলিকে এখনও পেট্রোলের দাম ১০০-র অধিক, নজর বুলিয়ে নেওয়া যাক সেই শহরের তালিকাতেও-

দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা

উল্লেখ্য, বর্তমানে এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারেন পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে পাঠিয়ে দাম জানতে পারবেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারেন।