বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিসিটিভির নজর এড়িয়ে মিনি চিড়িযাখানা থেকে পালালো চিতাবাঘ

১০:৩৫ পিএম, অক্টোবর ৭, ২০২১

সিসিটিভির নজর এড়িয়ে মিনি চিড়িযাখানা থেকে পালালো চিতাবাঘ
ঝাড়গ্রাম মিনি চিড়িযাখানা থেকে পালালো একটি পূর্ন বয়স্ক চিতা বাঘ। বৃহস্পতিবার এই মিনি চিড়িয়াখানা বা ডিয়ার পার্ক থেকে সিসি ক্যামেরায় ধুলো দিয়ে পালিয়ে যায় চিতা বাঘটি। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেটির হদিশ পেতে পথে নেমেছে বন দফতর, পুলিশ। মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে বাঘটির খাঁচা জুড়ে ক্যামেরা লাগানো ছিল। কিন্তু তা সত্ত্বেও বাঘটি কিভাবে নিরাপত্তারক্ষী দের নজর এড়িয়ে পালিয়ে গেল সেই বিষয়টিই ভাবাচ্ছে প্রশাসনকে। এখনো পর্যন্ত চিতা বাঘের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পুজোর বাজারের জন্য রাস্তায় মানুষের ভিড়। দুদিকে শাল জঙ্গল। এতেই চিন্তা আরও বাড়ছে প্রশাসন সহ সাধারণ মানুষের। [caption id="attachment_35416" align="alignnone" width="1000"] সিসিটিভির নজর এড়িয়ে মিনি চিড়িযাখানা থেকে পালালো চিতাবাঘ[/caption] এদিন সন্ধ্যায় আচমকাই চিড়িয়াখানার কর্মীদের নজরে আসে নির্দিষ্ট খাঁচায় নেই চিতাবাঘটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা। এরপরেই পুলিশের পক্ষ থেকেও মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। উ‍ৎসবের মুখে চিতাবাঘ পালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। [caption id="attachment_35417" align="alignnone" width="1000"] সিসিটিভির নজর এড়িয়ে মিনি চিড়িযাখানা থেকে পালালো চিতাবাঘ[/caption] স্থানীয়দের আরও অভিযোগ, চিতাবাঘের খোঁজ তো দূর, কি করে পালিয়ে যাওয়া চিতা বাঘ টি কে ধরা হবে তার ও কোনো ব্যাবস্থা গ্রহন হয়নি। যার ফলে চরম অাতঙ্কে রয়েছে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার দোকানদাররা এবং ডিয়ার পার্ক সংলগ্ন দক্ষিণ সোল, বীরভান পুর , কাঞ্চননগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। সাধারন মানুষের অভিযোগ এই চিড়িয়াখানা এখনো ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও র অান্ডারে রয়েছে। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা থেকে মাত্র ৩কিমি দূরে ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও অফিস। চিতা বাঘটি খাঁচা ভেঙে চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়ার পর বন দফতরের পক্ষ থেকে মানুষ কে নুন্যতম সাবধান পর্যন্ত করা হয়নি।