মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

শুধু খাওয়া নয় রূপচর্চাতেও চকোলেট, বানিয়ে ফেলুন ফেসপ্যাক

১২:০৭ এএম, জুন ২১, ২০২১

শুধু খাওয়া নয় রূপচর্চাতেও চকোলেট, বানিয়ে ফেলুন ফেসপ্যাক

খাওয়ার সাথে সাথে চকোলেট দিয়ে বানিয়ে নেওয়া যায় ফেসপ্যাকও। বাজারে নানরকম চকোলেট ফেসপ্যাক পাওয়া যায় ঠিকই। তবে বাড়ির তৈরি প্যাক ব্যবহার নিঃসন্দেহে বেশি উপকারী। রূপচর্চায় চকোলেট ব্যবহারের কিছু পদ্ধতি রয়েছে। আসুন জেনে নিই-

দুধ ও ডার্ক কোকোর সঙ্গে যে কোনও ক্লিনজার ভাল করে মেশালেই তৈরি হয়ে যাবে চকোলেট ক্লিনজার। ক্লিনজার ব্যবহার করা যে কোনও ত্বকের জন্য খুবই উপকারী। ক্লিনজার ব্যবহারে ত্বকের ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে মোলায়েম, সতেজ।

স্ট্রবেরি চূর্ণের সঙ্গে কোকো বিনস পাউডার মিশিয়ে তৈরি হবে স্ক্রাব। অর্থাৎ স্ক্রাব হিসেবে চকোলেট ব্যবহার করলেও উপকার পাবেন। আবার মুলতানি মাটির সঙ্গে চকোলেট পাউডার মেশালে ভাল প্যাক তৈরি হয়। এতে খরচও খুব বেশি নয়।

কোকো-সমৃদ্ধ ফেসপ্যাকের সাহায্যে সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় মুখের বলিরেখা দূর হয়। একইসঙ্গে এটি ত্বকের মধ্যে ব্যাকটেরিয়াকে বিনাশ করে কালো ছোপ তুলতে সাহায্য করে। ফিরে আসে হারানো জেল্লা।