শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

একুশের ভাষা দিবসের মঞ্চ থেকে রাজ্যের নাম বদলের দাবি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

০৯:৫৯ পিএম, ফেব্রুয়ারি ২১, ২০২১

একুশের ভাষা দিবসের মঞ্চ থেকে রাজ্যের নাম বদলের দাবি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
ভাষা দিবসের অনুষ্ঠান থেকে আরও একবার রাজ্যের নাম বদলের দাবি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে বলেন তিনি বলেন, ৪ বছরেও রাজ্যের নাম বদল না হওয়া নিয়ে কেন্দ্রকে রীতিমতো একহাত নেন তিনি। এদিন কেন্দ্রীয় সরকারকে বিঁধে মমতা বলেন,"আমি সব ভাষাকে ভালবাসি। কিন্তু আমি বাংলাকে 'বঙ্গাল' বলব কেন? আমাদের প্রথমে 'বঙ্গাল' বলা হল। চারবছর হল আজও রাজ্যের নাম কেন বদলাল না"। এদিন তিনি আরও বলেন, যারা বাংলাকে সুড়সুড়ি দেয়, কখনও কখনও বাংলাকে গড়াগড়ি দেয়। তাঁরা কিন্তু একবারও ভেবে দেখলেন না বাংলার নামের সঙ্গে আবেগটা কতটা ওতপ্রোতভাবে জড়িত। ওড়িশা, মহারাষ্ট্রের ভাষা অনুযায়ী নাম হতে পারলে, বাংলা কেন নয়। আরও একবার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং, বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হন মমতা। দাবি করেন, বাংলার মনীষীরাও চিরদিন উপেক্ষিত। নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও রেয়াত করা হয়নি।" মুখ্যমন্ত্রীর মুখে শ্যামাপ্রসাদের নামও বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।