মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

‘যেদিন থেকে মোদী ক্ষমতায় এসেছে, সেদিন থেকে কংগ্রেস কোনও লড়াই করেনি’! বিস্ফোরক মমতা

০৮:২৭ পিএম, নভেম্বর ১, ২০২১

‘যেদিন থেকে মোদী ক্ষমতায় এসেছে, সেদিন থেকে কংগ্রেস কোনও লড়াই করেনি’! বিস্ফোরক মমতা

বংনিউজ ২৪x ডিজিটাল ডেস্কঃ গোয়া সফর সেরে সদ্য ফিরেছেন। আবার ডিসেম্বরেই যাওয়ার কথা ত্রিপুরা সফরে। এর মধ্যেই কলকাতায় কালীপুজোর উদ্বোধনে এসে কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন যে, ‘যেদিন থেকে মোদী ক্ষমতায় এসেছে, সেদিন থেকে কংগ্রেস কোনও লড়াই করেনি। আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। কারণ, বিজেপিকে আমরা শক্তিশালী হতে দেব না।’ কোথাও বিরোধিতা, কোথাও সমঝোতার রাস্তায় হাঁটলেও তৃণমূল যে কোনভাবেই কংগ্রেসের হাত ধরবে না, তাও স্পষ্ট করে দিলেন মমতা।

গোয়ায় কংগ্রেস বিধায়ক থেকে নেতা-মন্ত্রীরা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেস এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে কোথা বললেও, আবার কোথাও কোথাও উল্টো সম্ভবনার কথাও শোনা যাচ্ছে।  বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই দুই বিরোধী রাজনৈতিক দল কাছাকাছি আসবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনীতির অন্দরে। এদিন মধ্য কলকাতার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বলেন, ‘কংগ্রেস শেষ পর্যন্ত আমাদের সঙ্গে লড়াই করে প্রতিটি আসনে। তার পরেও কী করে আশা করে যে আমরা অন্য জায়গায় কংগ্রেসকে সমর্থন করব? নীতি সব সময় একই হয়। রোজ রোজ গ্যাসের দাম বাড়ছিল বলে ইউপিএ ছেড়েছিলাম। কংগ্রেসের উপর নির্ভর করা যায় না।’

সম্প্রতি গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয় মুখ্যমন্ত্রীকে। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে গেলে আমার বাড়ির সামনে চার-পাঁচ লোক পাঠিয়ে দেয়। দিল্লিতে গেলেও বিক্ষোভ দেখায়, ত্রিপুরায় গেলেও বিক্ষোভ দেখায়। এক জন কংগ্রেস নেতা ১০০ গাড়ির কনভয় নিয়ে গেল, কই ওদের তো কালো পতাকা দেখানো হল না। শুধু আমার পোস্টারে কালি মাখানো হল। আমি বলছি, তোমরা আমাকে কালো করে দিতে পারো, তোমার হাতে রং-তুলি আছে তাই। আগামী দিনে সাধারণ মানুষের হাতেও ভোট আছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করে বিদায় দেবে।’