বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

‘বাংলাকে ত্রাণের টাকা দেবে না, ভ্যাকসিন দেবে না এটা অন্যায়’, মোদীকে তীব্র আক্রমণ মমতার

০৫:৩২ পিএম, জুলাই ১৫, ২০২১

‘বাংলাকে ত্রাণের টাকা দেবে না, ভ্যাকসিন দেবে না এটা অন্যায়’, মোদীকে তীব্র আক্রমণ মমতার

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনা থেকে ক্রমশ সুস্থতার পথে বাংলা। প্রতিদিন একটু একটু করে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও আগের থেকে অনেকটাই কম। বাড়ছে সুস্থতার সংখ্যাও। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলার জনজীবন। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজেই বাংলার করোনা পরিস্থিতি তুলে ধরলেন। সেই সঙ্গে কেন্দ্রকেও ফের একবার ভ্যাকসিন প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানালেন যে, বাংলা ভ্যাকসিন পাচ্ছে না বলে কেন্দ্রকে ফের চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে দৈনিক সংক্রমণ ৮০০ থেকে ৯০০-র মধ্যে থাকছে। তবে, আরও কমানোর চেষ্টা করছি। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৫ শতাংশ। ৯৮ শতাংশ ডিসচার্জ রেট। ইতিমধ্যেই আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১.৮ কোটি মানুষের দুটো ডোজই নেওয়া হয়ে গিয়েছে।’ মুখ্যমন্ত্রী এদিন জানান যে, রাজ্যে মোট ১৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন। এরপরই ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘আমরা ভ্যাকসিন পাচ্ছি না। আজ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছি মাত্র ২.১২ কোটি। নিজেরা ৬০ কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ টিকা কিনেছি। চাইলে আমরা প্রতিদিন ১০ লক্ষ মানুষকে টিকা দিতে পারি। কিন্তু আমাদের কাছে টিকাই আসছে না।’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘আজ আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলাম। উনি বলেছেন সবথেকে বেশি টিকা উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে। ওখানে বেশি দিক আপত্তি নেই। ভ্যাকসিনেশনের কাজ সব থেকে ভাল হয়েছে বাংলায়। কিন্তু আমরাই টিকা পাচ্ছি না। বিজেপি রাজ্যকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্র বাংলাকে ত্রাণের টাকা দেবে না, প্রাপ্য টাকা দেবে না, ভ্যাকসিন দেবে না, এটা অন্যায়। পরিকল্পনা করে বাংলার বদনাম করা হচ্ছে। বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।’

মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন যে, ‘ভোটে হেরেও লজ্জা নেই। কিছুতেই হার মানতে চাইছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি মায়েদের টিকাকরণ করার। কিন্তু ভ্যাকসিন যদি না পাই, কোথা থেকে করব।’ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি ভ্যাকসিন প্রসঙ্গে আজও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ভ্যাকসিনের দরকার, সেকথা জানিয়েছেন। তিনি বলেন, ‘চিঠি দিয়েছি, হয়তো উত্তর পাব না। কিন্তু আমার দায়িত্ব বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসা। তাই চিঠি দিলাম। পরবর্তীতেও দেব।’