শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মমতার নামে অভিযোগ, সিবিআই জানাল দায়ী নামবিভ্রাট

১০:৫১ পিএম, মার্চ ১৫, ২০২১

মমতার নামে অভিযোগ, সিবিআই জানাল দায়ী নামবিভ্রাট

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শুভেন্দু অধিকারী তথ্যগোপনের যে অভিযোগ এনেছেন, সিবিআই জানাল তার জন্য দায়ী নামবিভ্রাট। সূত্রের খবর, বিজেপি-র অভিযোগপত্রে যে মামলার কথা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্কই নেই৷ মমতা বন্দোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "নন্দীগ্রামে মাননীয়া দাঁড়িয়েছেন। তাঁর নামে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। একাধিক মামলা থাকলেও তা জানানো হয়নি। তথ্যপ্রমাণ সহ আভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেবো।"

১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে আজই ছিল প্রার্থীর মনোনয়ন পরীক্ষার শেষ দিন। এ দিনই নতুন করে অভিযোগ আনে বিজেপি, এবার নিশানায় সরাসরি তৃণমূল নেত্রী। বিজেপির দাবি, অসমে পাঁচটি ফৌজদারি মামলা রয়েছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, একটি মামলা রয়েছে কলকাতাতেও। তাদের অভিযোগ, এই তথ্য ছিল না হলফনামায়।

সূত্রের খবর, ওই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাঁর নাম রয়েছে, তিনি আসলে অন্য একজন৷ ২০০৮ সালে দুর্গাপুর- আসানসোল এলাকার বাসিন্দা এক কেন্দ্রীয় সরকারি এক কর্মীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলার তদন্তে নামে সিবিআই৷ অভিযুক্ত ওই কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই মামলার চার্জশিটে অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যু্ক্ত করেছিল সিবিআই৷ কিন্তু তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্কই নেই৷

নাম বিভ্রাটে বিভ্রান্ত হয়েই কোনওভাবে ওই মামলার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী৷ আর তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি৷ তবে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাকি যে মামলাগুলির কথা বলেছেন, সেগুলি অসমে দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে৷