বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আবারও রাজ্যে ঊর্ধ্বমূখী করোনা সূচক, চিন্তা বাড়ছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের

১০:৫২ পিএম, এপ্রিল ৪, ২০২১

আবারও রাজ্যে ঊর্ধ্বমূখী করোনা সূচক, চিন্তা বাড়ছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের

ফের বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রবিবার এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর ।

এদিকে করণা সংক্রমণ বাড়তেই ফের চিন্তার ভাঁজ পড়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের কপালে। কারণ সংক্রমণ বাড়লেও পর্যাপ্ত চিকিৎসক নেই হাসপাতালে। এই পরিস্থিতি যদি হাতের বাইরে যায় তাহলে কিভাবে তা সামাল দেওয়া যাবে তাই নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার রয়েছে মাত্র ১৪টি শয্যা। হাসপাতালের মেডিসিন বিভাগের রয়েছেন মাত্র একজন প্রফেসর।

কলকাতায়ও চোখ রাঙাচ্ছে সংক্রমণ। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে এ শহরে। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংক্রমিত হয়েছেন ৪৬২ জন। শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলীতে। সবমিলিয়ে এদিন ১,৯৫৭ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯৩ হাজার ৬১৫ জন।

আমজনতার বেহিসেবি জীবনযাপনের জেরে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা কলকাতা (২), উত্তর ২৪ পরগনা (১) ও পশ্চিম বর্ধমান (১)-র বাসিন্দা।

সংক্রমণের শুরু থেকেই বাংলার করোনাজয়ীর হার ছিল ঊর্ধ্বমুখী। এদিনও করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪৪ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৩ হাজার ১১৮ জন। সুস্থতার হার ৯৬.৫৫ শতাংশ। তবে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের চেয়ে কম ছিল কোভিডজয়ীর সংখ্যা। ফলে বাংলার অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৫৩ জন।

তবে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে চলছে কোভিড পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় ৯২ লক্ষ ৭৮ হাজার ২৩৩জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।