বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেশের করোনা গ্রাফে বড় স্বস্তি! গত তিন মাসে সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ

১১:৩৩ এএম, জুন ২৯, ২০২১

দেশের করোনা গ্রাফে বড় স্বস্তি! গত তিন মাসে সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশব্যাপী লকডাউন এবং কড়া বিধিনিষেধ জারির সুফল মিলেছে। ক্রমশ কমছে দেশে করোনার দৈনিক সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, ঝড়ের গতিতে বাড়ছিল দেশে করোনার সংক্রমণ। এখন দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ কমার পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাম্প্রতিকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের করোনা গ্রাফে বড়সড় স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন। পরিসংখ্যান বলছে, ১০২ দিন পর, করোনার দৈনিক সংক্রমণ নেমেছে ৪০ হাজারের নিচে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। গতকালও অর্থাৎ সোমবার দেশে করোনার দৈনিক সংক্রমণ ছিল ৪৬ হাজার ১৪৮ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৯০৭ জন। অনেক দিন পর দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচে নামল। গতকালের থেকে মৃত্যুর সংখ্যাও কম। গতকাল দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৭৯ জন। করোনার জেরে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের।

একদিনে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮৬ শতাংশ। পাশাপাশি কমেছে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯-এ।

https://twitter.com/ANI/status/1409720133610729477

চলতি বছরের মধ্যে দেশবাসীর টিকাকরণ শেষ করার লক্ষ্যে দ্রুত গতিতে চলছে কাজ। সপ্তাহের প্রথম দিনই দেখা গিয়েছিল, দৈনিক টিকাকরণে ভারত ছাপিয়ে গিয়েছিল আমেরিকাকেও। সেই ধারা অব্যাহত রয়েছে সপ্তাহের দ্বিতীয় দিনেও। গত ২৪ ঘণ্টায় দেশে ৫২,৭৬,৪৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও অবধি টিকা পেয়েছেন ৩২,৯০,২৯,৫১০ জন।