শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বড় সিদ্ধান্ত নবান্নের! চার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

১০:৩৩ পিএম, ফেব্রুয়ারি ২৪, ২০২১

বড় সিদ্ধান্ত নবান্নের! চার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক
চার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হল। আগামী শনিবার বেলা ১২টা থেকে এই নির্দেশ কার্যকরী হবে। বুধবার রাতে নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। নবান্নর নির্দেশিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনার প্রকোপ। ফলে অন্য অনেক রাজ্যের মতো ফের কড়াকড়ি শুরু করা হল। অর্থাৎ আরটি-পিসিআর টেস্ট না করে এই চার রাজ্য থেকে দিল্লিতে প্রবেশ করা যাবে না। শনিবার থেকে পাঁচ রাজ্য থেকে যাঁরা দিল্লিতে আসবেন, তাঁদেরও বাধ্যতামূলক ভাবে দেখাতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও ছত্তিশগড়। এই রাজ্যগুলিতে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। শুধু বিমানে নয়, যাঁরা বাস ও ট্রেনে আসবেন, তাঁদেরকেও আরটি-পিসিআর রিপোর্ট নিয়ে আসতে হবে। [caption id="attachment_3297" align="aligncenter" width="721"]নবান্ন থেকে এই নির্দেশিকা নবান্ন থেকে এই নির্দেশিকা[/caption] প্রসঙ্গত, বেশ কিছু রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে মূলত মহারাষ্ট্র ও কেরালা থেকে আগত যাত্রীদের জন্য। মহারাষ্ট্রে স্থানীয় স্তরে কিছু জেলায় স্থানীয় স্তরে লকডাউন ইতিমধ্যে চালু হয়েছে। উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই সতর্ক করেছেন যে পরিস্থিতির উন্নতি না ঘটলে লকডাউনের দিকে ফের যেতে হতে পারে।