বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ভয়ঙ্কর হচ্ছে করোনা! একদিনে দেশে করোনা আক্রান্ত ৪ লক্ষ ৩ হাজারের বেশি

১১:৫৮ এএম, মে ৯, ২০২১

ভয়ঙ্কর হচ্ছে করোনা! একদিনে দেশে করোনা আক্রান্ত ৪ লক্ষ ৩ হাজারের বেশি

বংনিউজ২৪x৭ ডেস্কঃ দেশের করোনা পরিস্থিতি ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রায় প্রতিদিনই আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যায় রেকর্ড সৃষ্টি হচ্ছে। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, হাসপাতালগুলিতে যেমন বেডের আকাল দেখা দিয়েছে, তেমনই প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের অভাব তো রয়েইছে। তাই ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগ এবং আশঙ্কা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। গতকালের থেকে কিছুটা কম হলেও ৪ লক্ষের বেশি রয়েছে। আজকের পরিসংখ্যানের পর, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪০৯২ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জন। এর পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও ৩৭,৩৬,৬৪৮ জন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন করোনাকে জয় করে, সুস্থ হয়ে ঘরে ফেরা মানুষ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৪ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৮৩ লক্ষ ১৭ হাজার ৪০৪ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন। এছাড়া এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৬৬৩ জন।