শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভয়ঙ্কর করোনা! দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের গণ্ডি অতিক্রম করল

১১:১৬ এএম, এপ্রিল ২৬, ২০২১

ভয়ঙ্কর করোনা! দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের গণ্ডি অতিক্রম করল

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার আতঙ্ক অব্যাহত। ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ দেশব্যাপী। বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো করোনা সাড়ে তিন লাখ। তবে, আশার কথা হল, গতকালের চেয়ে অনেকাংশে কম। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮১২ জনের। যা গতকালের চেয়ে কিছু বেশি।

এদিকে করোনামুক্ত হয়েছেন ২,১৯,২৭১ জন। যা গতকালের চেয়ে বেশি। ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,১৩,১৬৩। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৩,০৪,৩৮২। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১,৯৩,১২৩ জনের। যদিও সক্রিয় আক্রান্তের সংখ্যা বেশি রয়েছে। আর সেটাই চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকাশিত করোনা রিপোর্ট অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮।

https://twitter.com/ANI/status/1386533530994233347

উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়।