মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

করোনার নতুন স্ট্রেইন আরও ভয়ঙ্কর! চিন্তিত বিশেষজ্ঞরা

০১:২৭ পিএম, ফেব্রুয়ারি ২১, ২০২১

করোনার নতুন স্ট্রেইন আরও ভয়ঙ্কর! চিন্তিত বিশেষজ্ঞরা
বংনিউজ২৪x৭ ডেস্কঃ ফের দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নয়া স্ট্রেইন। বিজ্ঞানীদের মতে এই নয়া স্ট্রেইন এর ওপর বিশেষ ভাবে নজর রাখা প্রয়োজন। কারন এর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি করোনার নয়া স্ট্রেইন এ কেউ আক্রান্ত হলে শরীরে অ্যান্টিবডি থাকলেও কোন কাজ দেবে না বলে জানা যাচ্ছে। এছাড়া যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন তারা আবারও করোনার নয়া স্টেইন এও আক্রান্ত হতে পারেন। প্রসঙ্গত গতবছর করোনার জেরে নাজেহাল হয়ে পড়েছিল গোটা দেশ। প্রায় কয়েকমাস ধরে চলেছে লকডাউন। মানুষ প্রায় ঘরবন্দি হয়ে পড়েছিল। বন্ধ ছিল অফিস, আদালত, মন্দির, নানা অনুষ্ঠান। বহু খেটে খাওয়া মানুষের রুজি রোজকারও বন্ধ হয়েছিল। তবে গতবছর পুজোর আগে থেকে পরিস্থিতি একটু একটু করে আয়ত্বে আসে। কমতে শুরু করে দৈনিক করোনা আক্রান্তের হার। বৃদ্ধি পায় সুস্থতার হারও। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। খুলে গিয়েছে অফিস, আদালত, মন্দির, নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছে। এছাড়া এই মাস থেকেই চালু হয়েছে সরকারি, সরকারি সাহায্য প্রাপ্ত, বেসরকারি বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান। আর তারই মাঝে মহারাষ্ট্রে ফের থাবা বসিয়েছে করোনার নয়া স্ট্রেইন। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। এমনকি নয়া স্ট্রেইন এ আক্রান্তের শরীরে বাসা বাঁধছে নিউমোনিয়া। যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এক রাতের মধ্যে মহারাষ্ট্রে করোনার নয়া স্টেইন যে হারে ছড়িয়েছে তার ভয়াবহতা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। অন্যদিকে মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, মধ্য প্রদেশ সহ ছত্তিশগড়ে ফের নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এসবের কারণে ফের ঘরবন্দি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে!