শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গত ২৪ ঘণ্টায় ফের সামান্য ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

১০:৩৮ এএম, জুলাই ৩০, ২০২১

দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গত ২৪ ঘণ্টায় ফের সামান্য ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, দেশে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে, এখন দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ কমার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। তবে, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে, দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত রয়েছে। কখনও বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, আবার কখনও তা কমছে। বেশ কয়েকদিন পর, মঙ্গলবার দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে নামলেও বুধবার তা ফের একধাক্কায় অনেকটাই বাড়ে। সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়ে মৃত্যুর সংখ্যাও। যা ফের স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়ায়। এরপর গতকাল ফের করোনা গ্রাফে সামান্য হলেও স্বস্তি মেলে। সামান্য হলেও বৃহস্পতিবার কমে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ফের আবার সামান্য বাড়ে করোনার দৈনিক সংক্রমণ। তাই বাগে এসেও পুরোপুরি বাগে আসছে না করোনা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বেশি। গতকাল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৫০৯ জন। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। গতকালের তুলনায় দেশে মৃত্যুর সংখ্যা কম। গতকাল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪০ জন। আপাতত দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। এই সংখ্যাটাও আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। তবে, দৈনিক আক্রান্তের তুলনায় কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৯৭২ জন মানুষ।  দেশে সামান্য হলেও কম অ্যাকটিভ কেস। আপাতত দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।

https://twitter.com/ANI/status/1420960130879811588

উল্লেখ্য, আগস্টেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান সেই আশঙ্কার কথাই বলছে। গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে কেরলে। গত ২৪ ঘণ্টায় দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেকই কেরলের।