মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দেশে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও

১১:৪৩ এএম, জুলাই ১, ২০২১

২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দেশে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশের করোনা গ্রাফ ফের উদ্বেগ বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমে যাওয়ায় যে স্বস্তি মিলেছিল। তা ফের গত ২৪ ঘণ্টায় উধাও। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, দেশে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে, সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ কমার পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। তবে, ১০৩ দিন পর দেশের দৈনিক করোনার সংক্রমণ অনেকটা কমলেও, গত ২৪ ঘণ্টায় তা ফের একধাক্কায় অনেকটাই বাড়ল। সংক্রমণ যেখানে একধাক্কায় ৪০ হাজারের নিচে নেমে গিয়েছিল, তা আবার বেড়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা হাজারের নিচে যেখানে নেমে গিয়েছিল, তা গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।

অন্যদিকে, একদিনে করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ১০০৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। তবে, মানুষ কড়া বিধিনিষেধের মধ্যে থাকায় এবং গৃহবন্দি থাকায় কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১.৭৭ শতাংশ কমে, এই মুহূর্তে তা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭-এ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

https://twitter.com/ANI/status/1410452746562465793

এই মুহূর্তে টিকাকরণের গতি বাড়িয়ে দেশে করোনার সংক্রমণ এবং তৃতীয় ঢেউ রোখার চেষ্টা চলছে। করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯ জনের টিকাকরণ হয়েছে। তবে, টিকাকরণের কারণে রোগী চিহ্নিত করতে যেন টেস্টিংয়ের পরিমাণ না কমে, তা ICMR-কে নিশ্চিত করতে বলা হয়েছে।