শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার হিসেবে, আড়াই কোটি টিকাদানের লক্ষ্যমাত্রা! লক্ষ্যপূরণ কি সম্ভব?

০৬:৪৪ পিএম, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার হিসেবে, আড়াই কোটি টিকাদানের লক্ষ্যমাত্রা! লক্ষ্যপূরণ কি সম্ভব?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আজ ৭১ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপলক্ষে বিজেপি শিবির আজ থেকে দেশব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ পালনের উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, প্রতিবছর এক সপ্তাহের জন্য সেবা দিবসে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয় পদ্মশিবির থেকে। এই বছর তা বাড়িয়ে টানা ২০ দিনের মেগা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

এদিকে, নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘বিশেষ উপহার’ হিসেবে রেকর্ড সংখ্যক টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের দাবি, প্রতি মিনিটে দেশব্যাপী ৪২ হাজার টিকা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আজ দুপুরের মধ্যেই টিকাকরণ ১ কোটি ছাপিয়ে গেছে।

‘ভ্যাকসিন সেবা’ হ্যাশট্যাগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে দুপুর দেড়টার মধ্যে দেশে ১ কোটি টিকা দেওয়া হয়েছে। এটাই দ্রুততম। আরও টিকাকরণ চলছে। আমার দৃঢ় বিশ্বাস, আজ টিকাকরণে নতুন রেকর্ড গড়ব আমরা। এটাই হবে প্রধানমন্ত্রীর উপহার।’

https://twitter.com/mansukhmandviya/status/1438776428426792960

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে গতিতে দেশে টিকাকরণ চলছে, তা ধরে রাখতে পারলে, আজ আড়াই কোটি ডোজ পেরিয়ে যাবে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান আরএস শর্মা জানিয়েছেন, ‘আমরা প্রতি মিনিটে ৪২ হাজার বা প্রতি সেকেন্ডে ৭০০ জনকে টিকা দিচ্ছি।’

https://twitter.com/rssharma3/status/1438757924621352967

সরকারি সূত্রের খবর, ভোটমুখী রাজ্যগুলিকে টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যগুলিও সামিল হয়েছে এই অভিযানে। দুপুর পর্যন্ত বিহারে ৭.৩ লক্ষ, মধ্যপ্রদেশে ৫ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।

বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ৩০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে৷ আবার উত্তরপ্রদেশেও প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপি সেবা এবং সমর্পণ অভিযান শুরু করেছে৷ জনসেবায় প্রধানমন্ত্রীর কুড়ি বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ একইভাবে মধ্যপ্রদেশ সরকারও ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে মেগা টিকাকরণ অভিযানের আয়োজন করে৷

বিজেপিশাসিত অসমেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একদিনে ৮ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনে ৩০ লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা৷ গুজরাটের লক্ষ্যমাত্রা একদিনে ৩৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া৷

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়ি দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যশিবির, সচেতনতা অভিযান ও রক্তদান শিবিরের আয়োজন, প্রায় ১৪ কোটি গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। যুব মোর্চার কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করছেন। বিজেপি-র শীর্ষ নেতারা জানিয়েছেন, দেশের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার নজির গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বিজেপি-র সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাই চেয়েছিলেন, যাতে প্রধানমন্ত্রীর জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হয়৷