শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ

০৯:৫০ পিএম, এপ্রিল ২৪, ২০২১

করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ

এবার করোনা আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। দিল্লীতে এক হোটেলে নিভৃতবাসে রয়েছেন প্রবীণ সাহিত্যিক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর।

পরিবার সূত্রে খবর, বিগত কয়েক দিন ধরেই ঠান্ডা লেগেছে তাঁর। নিউমোনিয়াও হয়েছিলো। সামান্য জ্বরও ছিল। এর পরেই করোনা পরীক্ষা করেন তিনি। সেই রিপোর্টই পজিটিভ আসে। এরপরেই নিভৃতবাসে যান সাহিত্যিক। জানা গেছে, তাঁর বড় মেয়ে এবং গাড়ির চালকও করোনা আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, আপাতত তিনি ভালই আছেন। গত এক বছর ধরে ভীষণ সতর্ক ছিলেন। তবু কোভিডে আক্রান্ত হলেন। এখনও কোনও অসুবিধে হচ্ছে না তাঁর। ৮৬ বছর বয়সী জনপ্রিয় সাহিত্যিকের আরোগ্য কামনা করেছেন তাঁর পাঠকেরা।

এদিকে, বাড়িতে সকলে একসঙ্গে কোভিড আক্রান্ত হওয়ায় সামান্য উদ্বিগ্ন তিনি। তবে জানা গিয়েছে, তাঁর শরীর আপাতত স্থিতিশীল। 'মাধুকারী', 'কোজাগর', 'অববাহিকা', 'বাবলি' মতো একের পর অসামান্য উপনাস্যের শ্রষ্টা তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০। বিগত বেশ কিছু দিন ধরেই বয়সের কারণে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। রিপোর্ট পজিটিভ আসার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার তাঁকে ভেন্টিলেটরেও দেওয়া হয়েছিল। কবি শঙ্খ ঘোষের পর বুদ্ধদেব বাবুর করোনা আক্রান্তের খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সাহিত্যিক জগৎ।