শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ব্রেকিং নিউজঃ এবার অর্থের বিনিময়ে মিলবে করোনা টিকা! ঘোষণা কেন্দ্রের

০৫:২৫ পিএম, ফেব্রুয়ারি ২৪, ২০২১

ব্রেকিং নিউজঃ এবার অর্থের বিনিময়ে মিলবে করোনা টিকা! ঘোষণা কেন্দ্রের
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনা টিকা নিয়ে এবার বড় ঘোষণা করা হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এবার বেসরকারি হাসপাতাল থেকেও অর্থের বিনিময়ে মিলবে করোনা টিকা। বুধবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরেকর। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১ মার্চ থেকে করোনার দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে এই করোনার টিকা। সরকারি ক্ষেত্রে এই টিকা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে, বেসরকারি ক্ষেত্র থেকে এই টিকা নিতে গেলে দিতে হবে টাকা। কত টাকা দিতে হবে টিকা নেওয়ার জন্য, তা আগামী তিন থেকে চার দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরেকর জানিয়েছেন যে, এই পর্যায়ে টিকা পাবেন ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে। https://twitter.com/ANI/status/1364511414782554112 https://twitter.com/ANI/status/1364514492101525508 করোনা টিকাকরণ দেওয়া শুরু হয়েছিল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স প্রভৃতি প্রথম সারির করোনা যোদ্ধাদের দিয়ে। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আপাতত সরকারি কেন্দ্রগুলিতে বিনামূল্যেই টিকাকরণ প্রক্রিয়া চলবে। তবে, বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে হলে টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যে ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৫৯৮ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে কম হলেও, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আম নাগরিকদের টিকাকরণ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিকে এই মুহূর্তে একদিকে যেমন টিকাকরণ প্রক্রিয়া চলছে, ঠিক তখন অন্যদিকে নতুন করে দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধিরা। রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে তাঁরা। এদিন কেন্দ্রের তরফে এই কথাও জানানো হয়েছে। বাংলা ছাড়া মহারাষ্ট্র, কেরল, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক প্রভৃতি অন্যান্য রাজ্যেও যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে।