শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

প্রেমিক ও বন্ধুর সাহায্যে স্বামী-শাশুড়িকে টুকরো টুকরো করে ফ্রিজারে ভরল গৃহবধূ! ফের প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর খুন

মৌসুমী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৭:০০ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৭:০০ পিএম

প্রেমিক ও বন্ধুর সাহায্যে স্বামী-শাশুড়িকে টুকরো টুকরো করে ফ্রিজারে ভরল গৃহবধূ! ফের প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর খুন
প্রেমিক ও বন্ধুর সাহায্যে স্বামী-শাশুড়িকে টুকরো টুকরো করে ফ্রিজারে ভরল গৃহবধূ! ফের প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর খুন

একের পর এক হারহিম করা খুনের ঘটনায় শিহরিত হচ্ছে দেশ। এ পরিস্থিতিতে ফের আরো এক খুনের ঘটনা প্রকাশ্যে এলো। স্বামী ও শাশুড়িকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখার ঘটনা ঘটলো আসামের গুয়াহাটিতে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহবধূকে।

পুলিশ সূত্রে খবর, প্রেমিক এবং এক বন্ধুর সাহায্যে স্বামী ও শাশুড়িকে খুন করেন অভিযুক্ত গৃহবধূ বন্দনা কালিতা। ঘটনাটি গুয়াহাটির নুনমাটি এলাকার। সাত মাস আগে স্বামী ও শাশুড়িকে খুন করে টুকরো টুকরো করে ফ্রিজে  ভরে রাখেন ওই গৃহবধূ। এরপরেই সেই দেহের প্রত্যেকটি অংশকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তিনি।

রবিবার এই হারহিম করা খুনের ঘটনার কথা জানতে পারে পুলিশ। অভিযুক্ত এই গৃহবধূকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। জেলার মুখে নিজের অপরাধ কবুল করেছেন ঐ গৃহবধূ। তিনি জানিয়েছেন তার প্রেমিক এবং বন্ধুর সাহায্য নিয়েই তিনি এই কাজ করেছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার জেরি স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শংকরী দেখে খুন করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, নুনমাটির ভাড়া বাড়ি ছেড়ে চলে যান তিনি। পরে আবার সেখান থেকে দেহাংশগুলি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন। এই নৃশংস কাণ্ডের পিছনে পরকীয়া ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।