বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভোট আবহে চড়ছে করোনার পারদ, দৈনিক সংক্রমন ছাড়াল দু’হাজার

১০:৫২ পিএম, এপ্রিল ৬, ২০২১

ভোট আবহে চড়ছে করোনার পারদ, দৈনিক সংক্রমন ছাড়াল দু’হাজার

ফের বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ। একদিনে সংক্রমন ছাড়াল দুই হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর।

এদিকে ফের একবার জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে আবার শীর্ষে কলকাতা। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে এ শহরে। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংক্রমিত হয়েছেন ৪৭২ জন। শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,বীরভূমে। এদিকে সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জন।

আমজনতার বেহিসেবি জীবনযাপনের জেরে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা কলকাতা (৩), উত্তর ২৪ পরগনা (১) , হুগলী(১), মালদা, (১) মুর্শিদাবাদের (১) বাসিন্দা।

সংক্রমণের শুরু থেকেই বাংলার করোনাজয়ীর হার ছিল ঊর্ধ্বমুখী। এদিনও করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২২ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪ জন। সুস্থতার হার ৯৬.১৩ শতাংশ। তবে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের চেয়ে কম ছিল কোভিডজয়ীর সংখ্যা। ফলে বাংলার অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫ জন।

তবে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে চলছে কোভিড পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় ৯৩ লক্ষ ৩৩ হাজার ৮০১জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।