শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভয়াবহ অগ্নিকাণ্ড ভোপালের হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউয়ে! মৃত ৪ শিশু

০৭:৫৯ এএম, নভেম্বর ৯, ২০২১

ভয়াবহ অগ্নিকাণ্ড ভোপালের হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউয়ে! মৃত ৪ শিশু

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশু বিভাগে। এই অগ্নিকাণ্ডের জেরে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মর্মান্তিক এই ঘটনা ঘটে সোমবার রাত ৯ টা নাগাদ। সরকার পরিচালিত এই হাসপাতাল ভবনের তৃতীয় তলে সোমবার রাতে আচমকাই আগুন লাগে। এই হাসপাতালের যে অংশে আগুন লাগে, সেখানে শিশুবিভাগের আইসিইউ ছিল। এদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

https://twitter.com/ANI/status/1457787297252843527

হাসপাতাল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় শিশুদের আইসিইউয়ে কমপক্ষে ৪০ জন শিশু চিকিৎসাধীন ছিল। অগ্নিকাণ্ডের পর ৩৬ জনকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হলেও, চারজন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। স্টেট মেডিকেল এডুকেশন মিনিস্টার বিশ্বাস সারং জানান, ‘স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যু হয়। শর্টসার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই, আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। গোটা ওয়ার্ডটাই অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের ওয়ার্ডে আমরা শিশুদের স্থানান্তরিত করি।’

https://twitter.com/ChouhanShivraj/status/1457776329739280398

অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ১২ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলর্মীদের দীর্ঘ চেষ্টার পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। এই মর্মান্তিক ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান লেখেন, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, গুরুতর অসুস্থ তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। ঈশ্বর ওদের আত্মাকে শান্তি দিন। এই শিশুদের প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যারা এই ঘটনায় আহত হয়েছে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠুক আমার কামনা রইল।’