শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অভিনব প্রচার! 'পাউরি ট্রেন্ড'-এ গা ভাসিয়ে মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াচ্ছে দিল্লি পুলিশ

০১:৫১ পিএম, মার্চ ২৩, ২০২১

অভিনব প্রচার! 'পাউরি ট্রেন্ড'-এ গা ভাসিয়ে মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াচ্ছে দিল্লি পুলিশ

ইতিমধ্যেই দেশে এসে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে ফের চোখ রাঙাচ্ছে করোনা। টিকাকরণ শুরু হলেও বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণের হাল ভয়াবহ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করেছে সরকার। পিছিয়ে নেই বিভিন্ন রাজ্যের প্রশাসন ব্যবস্থাও৷ করোনা সংক্রমণ রুখতে এখনও মাস্ক ব্যবহারকেই বেশ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। সম্প্রতি, সচেতনতা বাড়াতে অভিনব পদ্ধতিতে প্রচার শুরু করল দিল্লি পুলিশও।

নেটমাধ্যমে বিখ্যাত হওয়া দানানির মোবিনের 'পাউরি ট্রেন্ড'-এর বিষয়ে তো মোটামুটি সকলেই বেশ জেনে গিয়েছেন। এবার সেই ট্রেন্ডকে সঙ্গী করেই করোনার সচেতনতা বাড়াতে ঝাঁপিয়েছে দিল্লি পুলিশ। সদ্যই তাঁরা টুইটারে শেয়ার করেছেন একটি ডুডল আর্ট। সেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ যদি স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ না করেন, তবে কোভিড -১৯ ভাইরাসটি কীভাবে পরিবর্তিত হতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

[embed]https://twitter.com/DCPCentralDelhi/status/1372933247621951488?s=20[/embed]

হাতে আঁকা ছবিটিতে, কয়েকটি করোনা ভাইরাসের ছবি দিয়ে তাদের মুখে বসানো হয়েছে বিখ্যাত 'পাউরি ট্রেন্ড'-এর ভাষাগুলি, "ইয়ে হাম হ্যায়, ইয়ে হামারে মিউটেশনস হ্যায় অর ইয়ে হামারি পাউরি হো রাহি হ্যায়।" ছবিটির ক্যাপশনের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্য একটি বার্তাও দেওয়া হয়েছে, 'নিজেকে রক্ষা করতে এবং কোভিড ১৯ এর বিস্তার বন্ধ করতে মাস্ক ব্যবহার করুন।'

ডুডলটি এঁকেছেন, এইচডিএফসি ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান রাজীব বন্দ্যোপাধ্যায়। টুইটটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। ২ হাজারের বেশি লাইক আর কয়েকশো রিটুইট হয়ে গিয়েছে সেটির। পাশাপাশি মন্তব্য বিভাগে, ছবিটি যিনি এঁকেছেন, সেই রাজীবের সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন নেটজনতা। অভিনব এই প্রচারের জন্য দিল্লি পুলিশকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা।

[embed]https://twitter.com/RajivBanrjee/status/1373179541967958017?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373179541967958017%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fdelhi-police-joins-pawri-trend-with-doodle-on-covid-19-and-importance-of-masks-viral-1782479-2021-03-23[/embed] [embed]https://twitter.com/alkavasudeva/status/1373451131372724230?s=20[/embed] [embed]https://twitter.com/ritachechani/status/1373653434327572480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373653434327572480%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fdelhi-police-joins-pawri-trend-with-doodle-on-covid-19-and-importance-of-masks-viral-1782479-2021-03-23[/embed]