বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে! কি জানাল আবহাওয়া অফিস?

১১:৫৪ এএম, সেপ্টেম্বর ৪, ২০২১

তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে! কি জানাল আবহাওয়া অফিস?

বংনিউজ২৪x৭ ডেস্কঃ কিছুদিন হয়েছে বৃষ্টির দাপট কমেছে। তার মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণবাত আর তার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার দুই বাংলাতেই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জানাল আলিপুর আবহাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবার কলকাতায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক ঘণ্টায় ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে। মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে গরম। পাশাপাশি দক্ষিনবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি।