বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

‘দলের ভিতরের কথা বাইরে বলছেন যাঁরা ক্ষতি করছেন’, জেপি নাড্ডার কাছে নালিশ দিলীপের

০৯:২৫ পিএম, জুলাই ১২, ২০২১

‘দলের ভিতরের কথা বাইরে বলছেন যাঁরা ক্ষতি করছেন’, জেপি নাড্ডার কাছে নালিশ দিলীপের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ জরুরি ডাকে শনিবারই দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবারই তাঁর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা ছিল। কিন্তু কথা থাকলেও, অনিবার্য কারণবশত সেই বৈঠক হয়নি রবিবার।

সোমবার অর্থাৎ আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা’র সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। দিল্লিতে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সভাপতির মধ্যে হওয়া সেই বহু প্রতীক্ষিত বৈঠকের পর মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, রাজ্যের বেসুরো বিজেপি নেতাদের সম্পর্কে ‘নালিশ’ জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, দলের ভিতরের কথা যাঁরা বাইরে বলছেন, তাঁরা আদতে দলের ক্ষতি করছেন। প্রয়োজন পড়লে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। দলের মধ্যে থেকে যাঁরা একাজ করছেন তাঁদের কি শোকজ করা হবে? এই প্রশ্নের উত্তরে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরেই দিলীপ ঘোষ বলেন, ‘এঁদের সঙ্গে কথা চলছে। বোঝানোর চেষ্টা হচ্ছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। না বুঝলে, তখন দেখা যাবে।’

উল্লেখ্য, আগামী দিনে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদলের সম্ভবনা রয়েছে। সেই পরিস্থিতিতে জেপি নাড্ডার সঙ্গে বঙ্গ বিজেপির প্রধানের বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। সংগঠনের কোন স্তরে বদল আনা হবে, বা কোথায় বদলের প্রয়োজন আছে, এসব নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গ বিজেপিতে নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং সমন্বয়ের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে বলে খবর ছিল। এর পাশাপাশি বাবুল সুপ্রিয়র ইস্তফার ধরণ এবং উত্তরোত্তর ঘটনাবলিও আলোচনায় উঠে আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছিল।

তবে, বৈঠক শেষে সাংগঠনিক রদবদল নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাহলে এই বৈঠকে কোন বিষয়টি বেশি গুরুত্ব পেল? দিলীপ ঘোষের কথায়, ‘নির্বাচনের ফলাফলের পর অনেক ঘটনা ঘটেছে। এখন মানুষ কী ভাবছে কর্মীদের মনোভাবই বা কী রকম, তাই নিয়ে আলোচনা হল। আগামিদিনে দলের কীভাবে চলা উচিত, সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’

এর পাশাপাশি বঙ্গ বিজেপির অন্দরে থাকা বেসুরো এবং বিদ্রোহীদের নিয়ে যে দল এবার কড়া পদক্ষেপ নিতে পারেন, তা এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, দলের বেসুরোদের নিয়ে যে তিনি রীতিমতো বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে নালিশ জানিয়েছেন, তাও স্পষ্ট করেছেন। দিলীপের কথায়, ‘আমি বলেছি যে অনেকেই আছেন যাঁরা না বুঝে-শুনে কথা বলেন, এতে কর্মীদের মনোবল নষ্ট হয়। এটা বন্ধ হওয়া উচিত। অনেকেই এমন মন্তব্য বাইরে করে বসছেন যা ভিতরে করা উচিত। হতাশার কারণেই এসব মন্তব্য আসছে। প্রয়োজনে দল ব্যবস্থা নেবে।’