বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘যাঁরা বর্ণপরিচয় পড়েননি পড়ুন, আমরা মেদিনীপুরের লোক’, ‘বর্ণপরিচয় বিতর্ক'-এর পাল্টা জবাব দিলীপের

০১:২৮ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

‘যাঁরা বর্ণপরিচয় পড়েননি পড়ুন, আমরা মেদিনীপুরের লোক’, ‘বর্ণপরিচয় বিতর্ক'-এর পাল্টা জবাব দিলীপের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়র সম্পর্ক সকলেরই যান। কোনদিনই এই দুয়ের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। নানা বিষয়ে একে অপরকে বিভিন্ন সময়ে আক্রমণ করেছেন। রাজ্য রাজনীতির এই দুই শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বিবাদ একাধিকবার প্রকাশ্যে এসেছে। বাবুল সুপ্রিয়র বিজেপিতে থাকাকালীনও তাঁদের মধ্যে মতপার্থক্য নিয়ে কেউই কোনও রাখঢাক করেননি। আর এখন বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কাজেই বিবাদ আরও স্পষ্ট। এদিনও দিলীপ ঘোষ বাবুলকে কটাক্ষ করলেন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে। বাবুল সুপ্রিয়কে ‘বর্ণপরিচয় বিতর্ক’-এর পাল্টা জবাব দিলেন তিনি। তাঁকে ‘রাজনীতির বর্ণপরিচয়’ পড়ার পরামর্শও দেন দিলীপ ঘোষ।

সম্প্রতি এই দুয়ের রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন এসেছে। বাবুল সুপ্রিয় যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, ঠিক তেমনই দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে রাজনীতির অন্দরে কম বিতর্ক হয়নি। এদিকে, দিলীপ ঘোষের জায়গায় বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।

উল্লেখ্য, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভারতীয় নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি।’

এরপরেই পালটা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে কটাক্ষ করেন বাবুলও। তিনি লেখেন, ‘ভারতীয় নতুন রাজ্য সভাপতি... মানে কি? আবার ভুল বাংলা!’ এখানেই শেষ নয়, বাবুল এও বলেন, 'এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয়টা ওঁর লাগবে।’

https://twitter.com/SuPriyoBabul/status/1439980151618490371 তাছাড়া, জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার পরেই সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় বলেছিলেন, ‘কিছু বাংলা রয়েছে, যা দিলীপদার বাংলা। তিনি আজকেও আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন। ওঁকে আমি বিদ্যাসাগরের একটি বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই তিনি কথা বলেন। বাংলা ভাষাকে কলঙ্কিত না করেন।’

এবার বাবুলের সেইসব বিতর্কের সবাব দিলেন দিলীপ ঘোষ, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে। তিনি বলেন, ‘যাঁরা বর্ণপরিচয় পড়েননি তাঁরা পড়ুন। আমরা মেদিনীপুরের লোক। বিদ্যাসাগরও মেদিনীপুরের। বিদ্যাসাগরের থেকে বর্ণপরিচয় আমরা কেন সারা দেশ পড়েছে। যাঁরা রাজনীতির বর্ণপরিচয়ই পড়লেন না, তাঁদের থেকে কী শুনব!’