মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ওঁ কি জানেন টিকাকরণ নিয়ে? মমতাকে নিশানা দিলীপের

০৮:৫৯ এএম, অক্টোবর ২৫, ২০২১

ওঁ কি জানেন টিকাকরণ নিয়ে? মমতাকে নিশানা দিলীপের

দেশের টিকাকরন নিয়ে জুমলা চলছে বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই কথারই পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে টিকা করন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেননা বলেও পাল্টা জবাব দেন তিনি।

রবিবার উত্তরবঙ্গে গিয়ে দেশের ১০০ কোটি টিকা করণ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, "টিকা নিয়ে জুমলা চলছে। বলছে ১০০ কোটি নাকি টিকা দেওয়া হয়েছে। কোনও একটা হিসেব নেই। আমার রাজ্যে ৮ কোটি টিকাকরণ হয়েছে। সে হিসেব আমি দেব। যা ইচ্ছে তাই বোঝাচ্ছে। আমার রাজ্যে লোক বেশি। টিকার দরকার বেশি। তাও টিকা মিলছে না।"

এদিন সকালে এই কথার জবাব দিয়েই পাল্টা দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী হলে কী হবে, ওঁর কাছে কোনও হিসেব নেই। কিছুই জানেন না ওঁ। যা মুখে আসে তাই বলে দেন। ওঁ কি জানেন টিকাকরণ নিয়ে? তাছাড়া কত লোক টিকা পেয়েছেন তা তো দেখা যাবে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে গেলেও। না জেনেই কথা বলেন মুখ্যমন্ত্রী। হিসেবের কিছুই জানেন না।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একশো কোটির মাইলফলক পেরনোর মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গিয়েছে। এই ইতিহাসকে উজ্জাপন করতে এদিন দেশের ১০০ টি হেরিটেজ বিল্ডিং ভারতের পতাকার রঙের আলোর রাঙিয়ে তোলা হয়। এদিন লাল কেল্লায় ১৪ শ কেজি ওজনের পতাকাও ওড়ানো হয়।