শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে, সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তি! রক্ষাকর্তার ভূমিকায় RPF জওয়ান, ভাইরাল ভিডিও

০৮:০৬ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২১

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে, সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তি! রক্ষাকর্তার ভূমিকায় RPF জওয়ান, ভাইরাল ভিডিও
বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। এর আগে মহারাষ্ট্রে দুই পৃথক দিনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে, দুই ব্যক্তি একইভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তাঁদের রক্ষা করেছিলেন মহারাষ্ট্রের দুই পুলিশকর্মী। এবারেও একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন ওই ব্যক্তি। এই ভয়ঙ্কর ঘটনা ক্যামেরাবন্দিও হয়েছে। আর সেই ভিডিও টুইট করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই ঘটনাটি ঘটেছে এবারেও মহারাষ্ট্রে, পানভেল স্টেশনে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পানভেল স্টেশনে দাঁড়ানো ট্রেনটি ছেড়ে দেওয়ার পরে, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন বিশেষ চাহিদাসম্পন্ন ওই ব্যক্তি। মুহূর্তেই তাঁর পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন গেটের কাছে থাকা এক ব্যক্তি। তবে, ততক্ষণে ট্রেনের গতিও বাড়তে শুরু করেছে। তিনি চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে ঘষটাতে ঘষটাতে এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই সময় সাক্ষাৎ দেবদূতের মত ওই ব্যক্তিকে রক্ষা করতে এগিয়ে আসেন এক আরপিএফ জওয়ান। তাঁর জন্যই প্রাণে রক্ষা পান ওই বিশেষ চাহিদাসম্পন্ন ওই ব্যক্তি। ভিডিওর একেবারে শেষে দেখা যায়, পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াচ্ছেন ওই ব্যক্তি। তাঁকে ইশারা করে কিছু বলতে দেখা যায় ওই আরপিএফ জওয়ানকেও। ভিডিওটি টুইট করে ওই জওয়ানের দরাজ প্রশংসা করেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি টুইটারে লেখেন, 'চলন্ত ট্রেনে ওঠা খুবই বিপজ্জনক। এর কারণে ভয়ানক প্রাণহানিকর দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার জীবন খুবই অমূল্য। দয়া করে, গাইডলাইন অনুসরণ করে চলুন। নিরাপদে থাকুন।' https://twitter.com/PiyushGoyal/status/1357959259061841920 ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা আরপিএফ জওয়ানকে 'নায়ক'-এর তকমা দিয়েছেন।