মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নির্বাচন কমিশনের উপর আস্থা নেই! ত্রিপুরায় অভিযোগ তৃণমূলের

০৯:০৯ এএম, নভেম্বর ২০, ২০২১

নির্বাচন কমিশনের উপর আস্থা নেই! ত্রিপুরায় অভিযোগ তৃণমূলের
ত্রিপুরায় পুর ভোটের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। কিন্তু এরমধ্যেই বারবার তাঁদের উপর বিজেপি হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। তবে এবার সেখানকার নির্বাচন কমিশনের উপর কোনও আস্থা নেই, বলেই অভিযোগ করলেন তৃণমূলের নেতারা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও ত্রিপুরাতে তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই। এই অভিযোগ তুলে শুক্রবার নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্না দেয় তৃণমূল নেতারা। সেখানেই তাঁদের আরও অভিযোগ, "বিজেপি এখানে ভয়াবহ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন চুপ করে আছে। অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনও আস্থা নেই।" প্রসঙ্গত, গত বুধবার রাতে ফের খোয়াই জেলাত তেলিয়ামুড়াতে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায় বিজেপি কর্মীরা। ঘটনায় আহত হন ১৯ জন কর্মী। আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিকও। এরপরেই তেলিয়ামুড়ার তিনটি ওয়ার্ডে ১৪৪ ধারা আগামী ২৪ তারিখ অবধি জারি রয়েছে। এদিকে সোমবার ওই রাজ্যে রোড শো করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।