মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চুলের যত্ন নিতে আদার রসের উপকারিতা গুলি জানেন কি!

১১:৪০ পিএম, মার্চ ২৭, ২০২১

চুলের যত্ন নিতে আদার রসের উপকারিতা গুলি জানেন কি!

মসলা হিসেবে আদার ভূমিকা আমরা সকলেই জানি কিন্তু শরীরচর্চায় চুলের যত্নে এর ব্যাবহারগুলি জানেন কি? এই আদার শারীরিক পুষ্টিগুণের কথা আমরা শুনেছি কিন্তু এই আদা দিয়ে চুলকে ও যে সুন্দর রাখা যায় তা হতো আমরা অনেকেই জানি না। আদার পুষ্টি উপাদান কেবল শরীর সুস্থ রাখে না বরং চুলও সুন্দর রাখতে সাহায্য করে।

স্বাস্থ্যকর চুল মানে হলো চুলের গোড়া শক্ত ও সুস্থ রাখা। চুলের সঠিক বৃদ্ধির জন্য মাথার ত্বকে রক্ত সঞ্চালন হওয়া খুবই জরুরি। এতে চুলের মধ্যে পুষ্টি উপাদান সঞ্চালিত হয়। আদাতে থাকে জিঞ্জারল নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার ত্বককে প্রভাবিত করে এবং চুলের কোষ ক্ষতিকারক উন্মুক্ত রেডিকেলের বিরুদ্ধে কাজ করে চুল পাতলা হওয়া অর্থাৎ ঝরে যাওয়া কমায়।

নানান দূষণ, এছাড়াও সূর্যরশ্মি ও জীবন যাত্রার কারণে চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় প্রত্যেকেরই। খনিজ, পুষ্টি ও অত্যাবশ্যকীয় তেল সমৃদ্ধ আদা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলের রুক্ষতা ও মলিনতা দূর করতে আদা ব্যবহার করতে পারেন। এর কন্ডিশনিং উপাদান চুল আর্দ্র রাখে ও কিউটিকল মসৃণ করে রুক্ষতা ও কোঁকড়াভাব দূর করে মোহনীয়ভাব ফুটিয়ে তোলে।