শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রবল বৃষ্টির মধ্যেও পৌঁছে দিতে হচ্ছে খাবার! ডেলিভারি বয়ের ছবি দেখে সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

০৪:২৬ পিএম, মে ১৪, ২০২১

প্রবল বৃষ্টির মধ্যেও পৌঁছে দিতে হচ্ছে খাবার! ডেলিভারি বয়ের ছবি দেখে সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

প্রবল বৃষ্টি। জমে রয়েছে প্রায় এক হাঁটু জল। তার মধ্যেই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেল কলকাতার এক পিৎজা ডেলিভারি বয়৷ সম্প্রতি বহুজাতিক পিৎজা প্রস্তুতকারক সংস্থা 'ডমিনোজ' নেটমাধ্যমে শেয়ার করেছে এমনই একটি ছবি। সেখানে সংস্থার তরফে ওই ডেলিভারি বয়টির কাজের প্রশংসাও করা হয়েছে। তবে সেই ছবি দেখেই রীতিমতো সমালোচনায় ফেটে পড়লেন নেটজনতা। প্রবল বৃষ্টির মধ্যেও সংস্থার তরফে খাবার ডেলিভারি দিতে যুবকটিকে খাটানোর জন্য সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা।

গত ১২ মে ট্যুইটারে ছবিটি শেয়ার করে 'ডমিনোজ'। সেখানে দেখা যাচ্ছে, হাতে পিৎজার প্যাকেট নিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন এক ডেলিভারি বয়৷ জানা গিয়েছে, তাঁর নাম শোভন ঘোষ৷ 'ডমিনোজ'-এর তরফে যুবকটির প্রশংসা করে নেটমাধ্যমে লেখা হয়েছে, 'একজন সৈনিক কখনও দায়িত্ব থেকে পিছু হটেন না। কলকাতার প্রবল বৃষ্টির মধ্যেই গরম, টাটকা এবং সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার জন্য শোভন ঘোষকে ধন্যবাদ।"

[embed]https://twitter.com/dominos_india/status/1392399003820511237?s=20[/embed]

যদিও এই ছবিকে ভালো চোখে দেখেননি নেটজনতা। ডেলিভারি বয়টির কাজের প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করেও সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। কয়েকজন মন্তব্য করেছেন, "এটি অমানবিক আচরণ। গর্ব করার মতো কিছুই নেই।" সবার কিছুজন বলেন, এই কাজটি 'শ্রমের স্পষ্ট শোষণ'-এর উদাহরণ! পাশাপাশি বহুজাতিক পিৎজা প্রস্তুতকারক সংস্থাটিকে কড়া ভাষায় তিরস্কার করতেও ছাড়েননি কেউই। মন্তব্যগুলি পড়ুন-

[embed]https://twitter.com/vegbiriyani/status/1392517319725781005?s=20[/embed] [embed]https://twitter.com/sanchikaushik_/status/1392877358688862208?s=20[/embed] [embed]https://twitter.com/chaicharsy/status/1392849963277643777?s=20[/embed] [embed]https://twitter.com/ashishbmt/status/1392404667338924033?s=20[/embed] [embed]https://twitter.com/omgandhii/status/1392873328503791622?s=20[/embed] [embed]https://twitter.com/hs_speaks/status/1392905729862823936?s=20[/embed]