শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারত থেকে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করল এই দেশ

০৯:০১ এএম, জুলাই ২৯, ২০২১

ভারত থেকে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করল এই দেশ

সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে বিমান চলাচল বন্ধ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। করোনা আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এতিহাদ উড়ান সংস্থা।

এদিকে দেখা গিয়েছে অনেকেই অগ্রিম বুকিং করে রেখেছেন। তাঁদের জন্যও এতিহাদ উড়ান সংস্থা জানিয়েছে, দ্রুত নিজেদের ট্রাভেল এজেন্সির সঙ্গে দেখা করে সেই বুকিং বাতিল করতে। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কোনও ভাবেই বিমান চালাবে বলে সাফ জানিয়েছে।

অন্যদিকে, সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভারত থেকে আরব আমিরশাহিতে যাত্রাদের আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পরবর্তী কোনও নির্দেশিকা না মেলা অবধি ভারতে এতিহাদের উড়ান পরিষেবা বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যদিও এই সংস্থা আরও জানিয়েছে, ভারত থেকে কোনও বিমান ওই দেশে না গেলেও আমির শাহী থেকে সেই দেশের নাগরিক, কূটনীতিবিদ, সরকারি আধিকারিক ও গোল্ডেন রেসিডেন্টদের এই নিয়ম থেকে ছার দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে তাঁদের এদেশে এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া বানিজ্যিক বিমান চলাচল করবে দুই দেশের মধ্যে।