মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

করোনার বাড়বাড়ন্তে এবার পিছিয়ে গেল এপ্রিল মাসের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

০১:২৮ পিএম, এপ্রিল ১৮, ২০২১

করোনার বাড়বাড়ন্তে এবার পিছিয়ে গেল এপ্রিল মাসের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

বংনিউজ২৪x৭ ডেস্কঃ দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। দৈনিক করোনা-সংক্রমণ ভেঙে ফেলছে একের পর এক পুরানো রেকর্ড। অন্যদিকে গতকাল রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের করোনা পরিস্থিতির মোকাবিলা করার দিকগুলো নিয়েই পর্যালোচনা করা হয় এই বৈঠকে।

অন্যদিকে কদিন আগেই স্থগিত হয় সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তারপরই ওই একই দাবিতেই সরব হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা JEE পরীক্ষার্থীরা। আর এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও স্থগিতাদেশ পরল। মূলত ২৭, ২৮ ও ২৯ এপ্রিলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা থাকেও, করোনার দ্বিতীয় ঢেউ এর বাড়বাড়ন্তে স্থগিত হল এই পরীক্ষা।

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৬১ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯। এরমধ্যে সক্রিয় মোট ১৮,০১,৩১৬। মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজারের বেশি। এছাড়া ভ্যাকসিন নিয়েছেন ১২,২৬২২,৫৯০ জন।