লকডাউন সার্থক জয়া এহসানের! ভারতের মতোই ঘরবন্দি দশা বাংলাদেশেও। কারণ, সেখানেও থাবা বসিয়েছে সংক্রমণ। তাই বন্ধ সমস্ত অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয়, বন্ধ শুটিংও। এমন অবস্থায় কী করে দিন কাটছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের? সোশ্যাল বলছে, চাষবাস করে। বিশ্বাস করতে কষ্ট হলেও টানা অবসরে বাগান জুড়ে নানা ফল, ফুল ফলিয়েছেন জয়া।
ভিডিওতে দেখা গেছে জয়ার বাড়ির বারান্দায়, ছাদে বড়-ছোট-মাঝারি মাপের অসংখ্য টব। সেখানে নানা ধরনের গাছ রয়েছে। সেগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি অভিনেত্রী নতুন চারাও লাগাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গী সারমেয় পোষ্য। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সবচেয়ে ভালো সময় কাটানোর উপায় গাছ লাগানো। সবুজের সঙ্গে সয় কাটানো। এতে পৃথিবী দূষণমুক্ত হবে অনেকটাই।
সেই পরিশ্রমের ফসল তাঁর দু’হাতের মুঠোয়। নিজের হাতে ফল, সবজি ফলানোর আনন্দই আলাদা। সেই স্বর্গীয় সুখ, তৃপ্তি জয়ার সারা মুখে, হাসিতে ছড়িয়ে পড়েছে। জয়ার এই বাগানচর্চার থবর সোশ্যালে পোস্ট হতেই ভিউয়ার্স ছাড়িয়েছে লাখের ওপর।
বাগানচর্চার ফাঁকে বাড়ির ছাদে আড্ডা মারতেও দেখা গেছে জয়াকে। কার সঙ্গে জানেন? সারমেয়ের সঙ্গে। শুধু ফল, সবজি নয়, জয়ার ছাদবাগানে হরেক কিসিমের ফুলও ফুটেছে বসন্তে। তাদের রূপে জয়ার ছাদ ঝলমলে।