বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মুখ্যমন্ত্রীকে বেগম বলে কটাক্ষ! শুভেন্দুকে নোটিশ ধরালো কমিশন

১১:১৭ পিএম, এপ্রিল ৮, ২০২১

মুখ্যমন্ত্রীকে বেগম বলে কটাক্ষ! শুভেন্দুকে নোটিশ ধরালো কমিশন

মুখ্যমন্ত্রীর পর এবার শুভেন্দু অধিকারীকে তার বাচনভঙ্গির জন্য নোটিস পাঠাল নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তাকে জবাব দিতে বলেছে কমিশন।

ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। সেদিন নন্দীগ্রামে এক ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বেগম বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এই মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বলেই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীকে বেগম বলে মন্তব্য করার প্রেক্ষিতেই রিপোর্ট তলব করেছে কমিশন।

নির্বাচন কমিশন ওই নোটিশে জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে বেগম বলে সম্বোধন করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছন শুভেন্দু। পাশাপাশি কমিশনের তরফ আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে এই বিষয়ে জবাব দিতে হবে।

[caption id="attachment_9736" align="aligncenter" width="1445"]শুভেন্দুকে নোটিশ ধরালো কমিশন শুভেন্দুকে নোটিশ ধরালো কমিশন[/caption]

গতকালকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার মন্তব্য রিপোর্ট করেছিল কমিশন। এরপর আজ ফের একবার মুখ শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে নোটিস পাঠাল নির্বাচনী আধিকারিকরা।