বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

অষ্টম পাশেই সরকারি দপ্তরে একাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে করবেন আবেদন? রইল খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৩:১৬ পিএম | আপডেট: মে ১৬, ২০২২, ০৯:১৬ পিএম

অষ্টম পাশেই সরকারি দপ্তরে একাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে করবেন আবেদন? রইল খুঁটিনাটি
অষ্টম পাশেই সরকারি দপ্তরে একাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে করবেন আবেদন? রইল খুঁটিনাটি / প্রতীকী ছবি

নিরাপদ ও নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য দেশের অধিকাংশ যুবক-যুবতীই সরকারি চাকরির দিকে ঝোঁকেন! আপনিও কি সরকারি চাকরি করে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে ৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী মিলবে মোটা অঙ্কের বেতনও।

কীভাবে আবেদন করবেন? শূন্যপদের সংখ্যা কত? শিক্ষাগত যোগ্যতাই বা কত প্রয়োজন? দেখুন বিস্তারিত খুঁটিনাটি!

শূন্যপদের সংখ্যা :
মোট শূন্যপদের সংখ্যা  ৪৭১০টি। এর মধ্যে গ্রেড ২, ৩ ও ৪ অন্তর্ভুক্ত। গ্রেড-২ তে শূন্যপদ ৩৫টি, গ্রেড-৩ তে শূন্যপদ ২৫২১টি, গ্রেড-৪ তে শূন্যপদ ২১৫৪টি

শিক্ষাগত যোগ্যতা :
অষ্টম ও দশম শ্রেণী উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। কেন্দ্র সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী তফশিলি জনজাতি ও উপজাতিদের বয়সসীমায় ছাড় মিলবে।

নির্বাচন পদ্ধতি :
এই পদগুলিতে নিয়োগের জন্য শারীরিক দক্ষতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা দিতে হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে যাবতীয় নথিপত্র যাচাই করে প্রার্থী নিয়োগ করা হবে।

বেতনক্রম :
সপ্তম পে কমিশনের ভিত্তিতে বেতন পাবেন প্রার্থীরা।

আবেদন ফি :
আবেদনের জন্য কোনও রকম ফি লাগবে না।

আবেদন পদ্ধতি :
আবেদন করতে হবে অনলাইনে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (এখানে) গিয়ে বিস্তারিত জানতে পারেন।