মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দশম পাশেই কেন্দ্র সরকারের GROUP-C পদে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০২:০৪ পিএম | আপডেট: জুলাই ৬, ২০২২, ০৮:০৪ পিএম

দশম পাশেই কেন্দ্র সরকারের GROUP-C পদে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি
দশম পাশেই কেন্দ্র সরকারের GROUP-C পদে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি / প্রতীকী ছবি

নিরাপদ ও নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য দেশের অধিকাংশ যুবক-যুবতীই সরকারি চাকরি করতে ইচ্ছুক হন। এবার রয়েছে সেই সুযোগ। সম্প্রতি হাজার হাজার কর্মসংস্থানের উদ্যোগে দেশজুড়ে নানা বিভাগে নিয়োগ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যেই অন্যতম কেন্দ্র সরকার অধীনস্থ পারমাণবিক শক্তি বিভাগ। সম্প্রতি এই বিভাগেই গ্রুপ সি পদে শুরু হল নিয়োগ। যে প্রক্রিয়া চলবে দেশের তিনটি বৃহৎ পরমাণু কেন্দ্রে।

দেশের যেকোনও প্রান্ত থেকে যে কেউ আবেদন করতে পারবেন এই পদে। নূন্যতম যোগ্যতা দশম শ্রেণী পাশ। কিন্তু কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য কী কী যোগ্যতা লাগবে? দেখে নিন বিস্তারিত!

শূন্যপদের নাম ও বিবরণ

১) স্টেনোগ্রাফার ( গ্রেড থ্রি )
যোগ্যতা- দশম শ্রেণীতে কমপক্ষে ৫০% নম্বর। সেই সঙ্গে ইংরেজি ভাষায় প্রতি মিনিটে  ৮০ শব্দ টাইপ করতে পারার দক্ষতা
বেতনক্রম- ২৫,৫০০ টাকা।

২) ড্রাইভার
যোগ্যতা- দশম শ্রেণীতে ৫০% নম্বর। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা, মোটর মেকানিজমে অভিজ্ঞতা থাকা আবশ্যক। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। আবার যেহেতু ড্রাইভিং টেস্ট নেওয়া হবে তাই গাড়ি সংক্রান্ত নানা বিষয় জানা থাকা দরকার।
বেতনক্রম- ১৯,৯০০ টাকা

৩) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ( নন-গেজেটেড )
যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সাধারণ জ্ঞানে দক্ষ হতে হবে।
বেতন :- ১৮,০০০ টাকা।

বয়সসীমা
তিনটি পদের জন্যই বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর।

নিয়োগ পদ্ধতি
তিনটি পদের জন্য ভিন্ন পরীক্ষার আয়োজন। এ্যাডভান্স টেস্ট এবং প্রিলিম টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।

বিশেষ বিজ্ঞপ্তি
ডিপার্টমেন্টের পরীক্ষার মধ্যেই পদোন্নতি হবে। ইনসেনটিভ ও ট্রাভেল কনসেশন দেওয়া হবে। পরিবার মেডিক্যাল সুবিধা পাবে।

কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া অনলাইন। (এখানে) ক্লিক করে আবেদন করতে পারেন।

আবেদন ফি 
আবেদনের জন্য ১০০ টাকা ফি লাগবে।

আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই, ২০২২-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।