বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মোটা বেতনে CRPF-এ শুরু নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০২:২৮ পিএম | আপডেট: এপ্রিল ২২, ২০২২, ০৮:২৮ পিএম

মোটা বেতনে CRPF-এ শুরু নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি
মোটা বেতনে CRPF-এ শুরু নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত খুঁটিনাটি / প্রতীকী ছবি


সম্প্রতি একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল সিআরপিএফ (CRPF)।  মোটা বেতনে কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার পদে হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শূন্যপদে আপাতত এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের walk-in-interview-এ যোগ দেওয়ার কথাও জানানো হয়েছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক, শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি বা আবেদনের বিস্তারিত সব খুঁটিনাটি!

শূন্যপদের সংখ্যা:
সিআরপিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, মোট ১১টি শূন্য পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই সকল শূন্য পদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের কোনও সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার এম টেক অথবা এম ই ডিগ্রী থাকা আবশ্যক। একইসঙ্গে পরিকাঠামো এবং নির্মাণ শিল্পে পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি:
সিআরপিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে walk-in-interview নেওয়া হবে। নিউ দিল্লি, আসাম ও তেলেঙ্গানা, এই তিন স্থানে walk-in-interview নেওয়া হবে।

বেতনক্রম:
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৭৫,০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ:
আগামী ১৯ মে গোটা দেশে একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ইন্টারভিউ চালানো হবে।

এই ইন্টারভিউ কোথায়, কখন হবে বা এই সংক্রান্ত আরও একাধিক বিষয়ে জানার জন্য আগ্রহী crpf.gov.in ওয়েবসাইট দেখতে পারেন।