শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

একাধিক শূন্যপদে India Post-এ চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০২:০৮ পিএম | আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ০৮:০৮ পিএম

একাধিক শূন্যপদে India Post-এ চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি
একাধিক শূন্যপদে India Post-এ চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ! সম্প্রতি গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাকবিভাগ (Indian Post)। একাধিক শূন্যপদে চলবে নিয়োগ। ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা লাগবে? শূন্যপদের সংখ্যাই বা কত? জেনে নিন খুঁটিনাটি সব তথ্য!

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মেকানিক (মোটর ভেহিকেল): ৫টি পদ
ইলেকট্রিক্যাল: ২টি পদ
টায়ারম্যান: ১টি পদ
ব্ল্যাকস্মিথ: ১টি পদ

আবেদনের যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট থাকা আবশ্যক। মেকানিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা:
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের নিয়োগ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার তারিখ এবং স্থান নির্বাচিত প্রার্থীদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:
আবেদন পদ্ধতি অনলাইন ও অফলাইন। প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে ‘The Senior Manager (JAG), Mail Motor Service, 134-A, Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai- 400018’ - এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৯ মে, ২০২২। আবেদন করতে হবে অনলাইন ও অফলাইনে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।