শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাধ্যমিক পাসেই ভারতীয় সেনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০২:০৯ পিএম | আপডেট: মার্চ ১৬, ২০২২, ০৮:০৯ পিএম

মাধ্যমিক পাসেই ভারতীয় সেনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি
মাধ্যমিক পাসেই ভারতীয় সেনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি / প্রতীকী ছবি

আপনি কি মাধ্যমিক উত্তীর্ণ?  ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। সম্প্রতি গুরুত্বপূর্ণ কিছু পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। মাধ্যমিক উত্তীর্ণরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তিন সপ্তাহের মধ্যে আবেদন করা যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শীঘ্রই আবেদনের জন্য জানানো হয়েছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি ও আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সহ বিস্তারিত সব খুঁটিনাটি!

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
ভারতীয় সেনাবাহিনীর পোস্টাল সার্ভিস উইং, ব্রিগেড অফ গার্ডসে গ্রুপ C পদে নিয়োগ করা হবে। ওয়াশারম্যান পদে একটি নিয়োগ ও গার্ডেনার পদে একটি নিয়োগ হবে।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক।

নিয়োগের বাছাই পর্ব:
যোগ্য প্রার্থীদের লিখিত ও প্র্যাক্টিক্যাল পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে।

বেতন:
এই পদের জন্য ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন পেতে পারেন যোগ্য প্রার্থীরা।

কীভাবে আবেদন করবেন?
এই পদের জন্য আবেদনপত্র জমা দিতে প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে।
Wing Commander,
APS Wing, Brigade of The Guards Regimental Centre Kamptee,
Dist- Nagpur,
MR- 441001

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
গত ১২ মার্চ, ২০২২ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগামী ২ এপ্রিল, ২০২২।