বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

RBI-তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৬:০৪ পিএম | আপডেট: মার্চ ৩০, ২০২২, ১২:০৫ এএম

RBI-তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি
RBI-তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি

আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সেই সুযোগ। সম্প্রতি শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। RBI-এর গ্রেড ‍‍`এ‍‍`-তে অ্যাসিস্টেন্ট ম্যানেজার (রাজভাষা), অ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রটোকল ও নিরাপত্তা) এবং ‍‍`বি‍‍` গ্রেড অফিসার পদের জন্য সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সময়সীমা সীমিত। তাই আগ্রহী প্রার্থীদের সত্বর আবেদনের জন্য জানানো হয়েছে।

এবার বিশদে জেনে নেওয়া যাক আবেদন সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য-

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:

RBI-এর  বিজ্ঞপ্তি অনুসারে, শূন্যপদের সংখ্যা ৩০০টিরও বেশি। যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল-

গ্রেড ‘বি’ (ডিআর)- জেনারেল - ২৩৮ জন 
গ্রেড ‘বি’ (ডিআর)- ডিইপিআর- ৩১ জন 
গ্রেড ‍‍`বি‍‍` (ডিআর)- ডিএসআইএম - ২৫ জন 
অ্যাসিস্টেন্ট ম্যানেজার (রাজভাষা) – ৬ জন
অ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রোটোকল এবং নিরাপত্তা) - ৩ জন

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে। RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in-এ গিয়ে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারেন। 
RBI-এর তরফে জানানো হয়েছে, প্রার্থীরা অনলাইন আবেদন জমা দেওয়ার পরে কিন্তু কোনও রকম পরিবর্তন করতে পারবেন না। তাই আবেদন করার সময় খুব সতর্ক হয়ে ফর্ম ফিল-আপ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ফি:

  • ‍‍`বি‍‍` গ্রেডের অফিসারদের জন্য ফি
    জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা। এসসি, এসটি এবং পিডব্লিউবিডি বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
  • সহকারী ব্যবস্থাপকের জন্য ফি
    জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা। এসসি, এসটি এবং পিডব্লিউবিডি বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:

সকল শূন্যপদের জন্যই  ২৮ মার্চ, ২০২২ থেকে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে।  আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল, ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত।